ভুলিতে পারিনা তারে
তোফায়েল আহমেদ টুটুল


স্বপ্ন হয়ে এসেছিলে নিগূঢ় ঘুমে দুটি চোখে,
ঐশী প্রেমের গানে মনের মাঝে শান্তি সুখে।
তোমারি হব বলে জন্মেছিলাম পৃথিবীতে,
বেঁচে আছি কেবল প্রকৃতির নিয়ম জগতে।
ভেবে ভেবে ভোর হয়েছে প্রতিটি নিশি প্রহর,
ধ্বংস বিধ্বস্ত কেন ওলট পালট বুকের শহর।


শমশের আঘাতে ক্ষত বিক্ষত হৃদয়ে যখম,
বেদনা বিধুর মনের অঙ্গনে ময়ুরীর পেখম।
বুকের মাঝে কয়লার খনি জ্বলছে আগুন,
নয়ন জলের বন্যা যেনো কেরোসিনে দহন।
লেলিহান স্ফুলিঙ্গ শিখা লাভা আগ্নেয়গিরি,
ব্যথা বেদনার বালুচরে এই জীবন মরুভূমি।


হায়রে ভালবাসা তিলে তিলে সোহাগী বন্ধন,
যায়না খোলা কখনো ভোলা হৃদয়ের স্পন্দন।
সইতে পারিনা না দেখে তোমায় বিরহ জ্বালা,
কোন আশা বুকে বাঁধে পাইতে সুখের দোলা।
ভিখারির ন্যায় দিওয়ানা মজনু ভব যাযাবর,
ভুলিতে পারি না তারে বারে বারে কাঁদে অন্তর।