ভালবাসা বুকে
তোফায়েল আহমেদ টুটুল


জীবন লিখে দিলাম তোমার হাতে তুলে,
কথা দাও বাঁধন ছিড়ে যাবেনা কভু ভুলে।
তোমার জন্য মরতে পারি হয়ে কুরবান,
শত জনমের সাধনায় পেলাম বুকে জান।
জন্মের পূর্বে প্রভুর নিকট চেয়ে তোমাকে,
জীবন মরণের সাথী করেছি পৃথিবীর বুকে।


বসন্তের সুখে চৈত্রের খড়া অনল ধুকে ধুকে,
শরতের সাদা মেঘে রঙধনু আকাশের বুকে।
গ্রীষ্মের প্রখর উত্তাপ কালবৈশাখীর শীতল,
অতল গভিরে ডুবি আষাঢ়ে জোয়ারের জল।
বিষন্ন মন ব্যথিত সময় কাটেনা তৃষিত দুপুর,
তৃষ্ণার্ত চাতক মিলনে খুঁজে অপেক্ষার প্রহর।


যে টুকু সময় হয় সঞ্চয় ভালবাসে হৃদয়,
বুকের ভিতর পাঁজর জুড়ে হারানোর ভয়।
মনের আকাশে জোস্নামাখা পূর্ণিমার চাঁদ,
ছোট্ট জীবনে মিটেনা অনন্ত প্রেমের স্বাধ।
মনের অতল ছুয়ে অন্তরের কাছা কাছি,
তোমার ভালবাসা বুকে নিয়ে বেঁচে আছি।