তোর কারণে
তোফায়েল আহমেদ টুটুল


কষ্টগুলো ভুলে গেছি স্পর্শ পেয়ে তোর,
অনাগত দিন বুৃঝি হবে সুখের সাগর।
আনন্দে সাঁতার কাটব প্রতিটি প্রহর,
নতুন করে দুঃখ দিয়ে ভাঙ্গিলি অন্তর।
আঘাতের পর আঘাত যত ছিল জমা,
তোর সকল ভুল করে দিলাম ক্ষমা।
ভুল বুঝে নতুন নাটক করিস রচনা,
অকারণে শুধু শুধু মনে পুষিষ ঘৃণা ।


চাইনি কভু আমার দ্বারা কষ্ট পাস তুই,
তাইতো তোর আঘাত যত্নে বুকে থুই।
ধোকাবাজ ওয়াদা করে ভুলে যাস রোজ,
চালবাজের মত জানি নিস আবার খোজ।
অশ্রুজলে যখন ভাসি ভাবি প্রতারণা,
পুনরায় কাছে ডাকিছ মায়াবী ছলনা।
নিঁখুত প্রেমের অভিনয় করিস মজার,
আমাকে দুঃখ দিয়ে কাঁদিস বারবার।


তোর চোখে কান্না দেখে দুঃখ আমার,
ভুলের মাশুল দিতে ফিরি বারংবার।
এত প্রেম দিসনা জ্বালা বেড়ে যায়,
বিনিময়ে প্রতিদান কি দিব আশায়।
আমিতো প্রেমে মরা তোর কারণে,
জীবন যৌবন সকল সমর্পণ চরণে।
অস্থিত্বে খুঁজে ফিরি অনুভুতির পরশ ,
তোর কারণে বাঁচামরা হৃদয়ে আরশ ।