তোমার অবহেলায়
তোফায়েল আহমেদ টুটুল


চোখে যদি চোখ পড়ে ঘৃনা কর আমায়,
অপলক দৃষ্টিতে দেখবো শুধু তোমায়।
হাতটি কভু ধরতে চাইলে দুরে সরে গেলে,
বাহু ডুরে বেঁধে রাখব লজ্জা শরম ভুলে।
চলার পথে হঠাৎ দেখে চমকে উঠ যদি,
চিৎকার করে ভালবাসি বলব নিরবধি।
স্মৃতি যদি না হয় স্বরণ ভুলে তোমার মন,
ধ্বংস করতে নিজেকেই করব আক্রমণ।


উত্তপ্ত সাহারা মরুর বুকে উষ্ণ বালুভূমি,
ঝর্ণাধারার শীতল প্রবাহ বয়ে আনব আমি।
তবুও যদি ভুল বুঝ তুমি অবহেলা অনাদরে,
সারাজীবন ভালবাসা যত্নে রাখব হৃদয় নীড়ে।
ধরণীর বুকে বেঁচে আছি যদিও কেউ কারো নয়,
দুঃখের দাহনে করুণ রোধনে হবেনা প্রেম ক্ষয়।
চাইনা কিছু তোমার নিকট প্রেমের প্রতিদান,
মরণের ওপারে গিয়ে করব তোমার সন্ধান।