আরবের কঠিন মরুভূমি সাহারা প্রান্তরে ,
ফুটিল ইসলামের ফুল বিশ্ব জগত জুড়ে।
বারই রবিউল আউয়াল চাঁদে সোমবারে,
জন্মিল আব্দুল্লাহর ঘরে আমেনার উদরে।
উম্মতের কান্ডারী সাইয়েদুল মুরসালিন,
পাপীর জামিনে রহমাতাল্লিল আলামিন।


কেউ বলে নিখিলে আসিল নুরের পুতুল,
দ্বীনের মোস্তফা নবী ইয়া মুহাম্মদ রাসুল।
কুসুমবনে সৌরভে দোলে গোলাপ বকুল,
খুশিতে বাগিচায় গাহিয়া উঠিল বুলবুল।
জ্বীন ইনসান ফেরেস্তা আনন্দে মশগুল,
লুটাইয়া বিশ্ব ভুবন কদম চুমিতে ব্যকুল ।


আইয়্যামে জাহিলিয়াতে পৃথিবী ছিল ডুবি,
আধার ঘুচিয়ে ভবে উদিত হল নুরের রবি।
যে নামে দরুদ পড়েন দয়াল প্রভু রাব্বানা,
যার উছিলায় মহান আল্লাহর সৃষ্টির সূচনা।
হাবীবুল্লাহ কামলিওয়ালা হযরত মুহাম্মদ,
বিশ্বের বুকে মহান রাসুল সর্বশ্রেষ্ট মানব।