শ্রাবণের বৃষ্টি
তোফায়েল আহমেদ টুটুল


বৃষ্টির ছন্দে নৃত্যের তাল হৃদয়ে জানি উঠবে বেজে,
স্পর্শ সুখের আলিঙ্গনে ছুটবে কেবল স্মৃতির খুঁজে।
মনে রেখো যাইনি কভু হারিয়ে আমি বাদলের দিনে,
ভাসিয়ে দেইনি ভালবাসা তোমার বৃষ্টির মহা প্লাবনে।


মেঘলা দিনে আপন মনে হারিয়ে যাবার মধুর লগন,
ময়ূরী পেখম মেলে মনের কোনে খুঁজেছে সারাক্ষণ।
রিমঝিম বর্ষার গানে সুর তুলেছে বীণা বাজে প্রাণে,
তুমি আমি হীনা বিরহী অঙ্গতে প্রেমের দহণ শ্রাবণে।


বৃষ্টির শব্দগুলো কর্ণমূলে নয় হৃদয়ে শুধু কর  শ্রবণ,
আকাশের বুকে জমা ছিল ভালবাসার কাব্য কথন।
মেঘের পালকে লিখেছি চিঠি পাবে হাতের মুঠোয়,
আমার উপস্থিতির অনুভবে জুড়াতে তৃষ্ণার্ত হৃদয়।