( ধর্মীয় লেখা অনেকে ভুল বুঝতে পারেন তবে কুরআন ও হাদিসের বাইরে কিছুই বলিনি। তার পরেও যদি ভুল হয়ে ধাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখে শোধনের সুযোগ দিলে কৃতজ্ঞ থাকিব।)


শয়তান
তোফায়েল আহমেদ টুটুল


কে পেয়েছে আল্লাহর দীদার অস্থিত্বের রুপ,
কে দেখেছে শয়তানের গঠন আকৃতি সুরুত।
নবী রাসুলের মুখে শুনি শাহাদাতের বাণী,
আল্লাহর সংবিধান ওহী নাযিল আসমানী।
একমাত্র ইবাদত বন্দেগী আল্লাহর নামের,
গ্রন্থ মাঝে পরিচয় ঘটে ইবলিশ শয়তানের।
নামাজ রোজা হজ্জ যাকাত আইন ফরজ,
পালনে আল্লাহ খুশি নিয়ত করে কে রোজ।


হালাল হারাম না ভাবিয়া হাটে অসৎ পথে,
যিনা ভেবিচারে লিপ্ত সদা চড়ে পাপের রথে।
সুদ ঘুষ জুয়ার নেশায় মত্ত পাপী নাফরমান,
আপন হাতে কাটল আবার ভাইয়ের গর্দান।
অত্যাচারী করল শোষণ অসহায়ে নির্যাতন,
জুলুম করে অন্যের হক ধন সম্পদ অর্জন।
ন্যায় অন্যায় ভাল মন্দে হয়নি সঠিক জ্ঞান,
অপকর্ম করে মানুষ কেবল দোষে শয়তান।


আদমের শ্রেষ্টত্বে আল্লহর ঘোষণা সেজদা,
জ্বীন ফেরেস্তা আদেশ পালনে দিল মর্যদা।
আযাজিলের যুক্তি তর্ক ইবলিশে পরিণত,
এক আদেশের অবাদ্যতার শাস্তি অভিশপ্ত।
আদেশ নিষেধের অমান্য নিত্যতার মাঝে,
অবাদ্য মানব ইনসান কোন পরিচয় খোঁজে।
আল্লাহর বাণী নাহি মানে পবিত্র কুরআন,
আশরাফুল ইনসান দেখ জগতে শয়তান।