সাগরের বুকে গর্জন আজ নতুন জোয়ারের টান,
প্রকৃতির নিয়মেই ভাটা নেমে শক্তির অবসান।
কানায় কানায় পরিপূর্ণ করতে হাসি আনন্দের ,
ভাসিয়ে তুমি ধ্বংস করে দিলে কত জনপদের।


বিধির দেয়া কঠিন বিধান চলমান প্রকৃতি ঘুরে,
জোয়ারের ক্ষমতায় ভাটি কভু ভয়ে থাকেনা দুরে।
শক্ত প্রতিরোধে জোয়ার ঠেকাবে দূর্গ গড়ে তোলে,
বালুচরে বাঁধ নির্মিত হয় সৃষ্টির সকলে মিলে।


ভিটা মাটি ভাঙ্গিল কত দয়া মায়া তোর নাই,
গবাদি পশুর প্রাণ কাড়িল মানুষের বেলা তাই।
স্বপ্ন আশার চর জাগালি ধান কাউনের মাঠ,
কৃষকের বুকে কষ্ট লুপ্ত সোনালী ফসল পাট।


জোয়ারে তুই করলি ক্ষতি ভাটির টানে বিনাশ,
খাম খেয়ালী লীলা খেলায় করিস নিত্য সর্বনাশ।
ধ্বংস যাদের নষ্ট করলি তারাই ভাবে বিশাল,
কৃতজ্ঞতা জ্ঞাপন করে জ্বালাতে প্রদীপ মশাল।