সাপের দেশে
তোফায়েল আহমেদ টুটুল


মাটির ঘরে বাঁধে বাসা অজগর এক সাপ,
বিবেক শুধু দংশিত হয় বিধির অভিশাপ।
দিবা নিশি করে দংশন তবুও হয়না মরণ,
বিঁষের জ্বালায় অস্থির যাতণাময় জীবন।
কাম ক্রোধ লোভ মোহ হিংসা অহমিকা,
সাপের আত্মীয়তা আমাকে দেয় ধোকা।
সাপের ডরে আপন ঘরে বাস করেনা ব্যঙে,
শত্রুতা দুশমনি ভুলে আপোষ সাপের সঙ্গে।


গোঁখরা, কাল নাগিনী ,নাগ নাগিনীর বাস,
বিষাক্ত ছোঁবল মারে কলিজায় বারো মাস।
পাহাড়িয়া সাপের খেলে ব্যাঙ নাচে তালে ,
প্যাচের কবলে এনে ব্যাঙ ধরে গিলে ফেলে।
বিরা প্যাচে বসে আছে কুলু চত্বর ফণা তোলে,
প্রতারণার মন্ত্র পাঠে বিঁষ ঢালে নানান ছলে।
সাপের সনে লড়াইয়ে হতে হবে বেঁধের জাত,
তবে জানি ভাঙ্গতে পারবে বিঁষের শক্ত দাঁত।


সাধু সন্যাস মুনী ঋষী মহাপুরুষ আছে যারা,
ভয় করেনা কভু সাপে নিধনে তাদের মন্ত্র করা।
কুনি ব্যাঙে আধার পেতে সাপ আনে আপন ঘরে,
সাধন ভজন মসলা মেখে সাপ ধরে আহার করে।
সাপ নাচিয়ে খেলা করে আনন্দে মাতে হেসে,
মালা গেঁথে গলে পড়ে সাপুড়িয়া তান্ত্রিক বেশে।
মানব কুলে জন্ম নিয়ে সর্বনাশে জীবন ভাসে,
আপন অস্থিত্ব বিসর্জনে বাস করি সাপের দেশে।