ষড়রিপুর পুজারী
তোফায়েল আহমেদ টুটুল


ষড়রিপুর মন্ত্রণা বিবেক বোধে দ্বীদ্ধা দন্ধ,
বিশ্বলয়ে খেলছে মানুষ জীবন নিয়ে অন্ধ।
কামে মত্ত সদা ক্ষয় করিল স্বাধের যৌবন,
ক্রোধের দাবানলে দগ্ধ হয়ে পুড়ে সর্বক্ষণ।
মোহান্ধে রুপের নেশায় মরিচিকার পিছে,
লোভের থাবায় শক্তি ক্ষমতার দম্ভ মিছে।


মদে উম্মাদ দিবানিশি ধনী গরীব প্রভেদ,
মাৎসর্য মনের মাঝে জাত ধর্মের নিষেধ।
কি অর্জন আর কি বর্জনে ষড়রিপু দমন,
ভাল মন্দ নির্বাচনে জ্ঞানের সাধন ভজন।
পঞ্চ ইন্দ্র জয় করিতে নিত্য আত্মসংযম,
ইবাদতে আরাধনায় সন্তুষ্ট চিত্তে রয় পরম।


অথই জলে মানিক মিলে হইলেরে ডুবুরী,
ধ্যানে জ্ঞানে পাবি কলবে মাওলার বাড়ি।
ধর্মতলে মাথা গুজে মসজিদে দৌড়াদড়ি,
মন্দির গীর্জায় প্রসাদ ভোগের কাড়াকাড়ি।
হাত উঠাইয়া মোনাজাতে চাইছে ভিখারী,
কি আজব মানব জীবন ষড়রিপুর পুজারী।