শরাব
তোফায়েল আহমেদ টুটুল


এ কোন মধুর নামের শরাব দিলেগো সাকী,
নেশাতে ডুবে বিভোর বেহুশ হয়ে পড়ে থাকি।
মাতাল দিওয়ানা এখন রঙিন হল দুটি আঁখি,
তাসবি হাতে জপমালা মুহাম্মদ কেবল ডাকি।


তৌহিদের পতাকা নিশান শুনাতে শান্তির বাণী,
নর নারী আমির ফকির সবি পেল মেহেরবানী।
আঁধার নিখিলে প্রদীপ আল কুরআনের রৌশনী,
পিপাসিত তৃষ্ণায় সুধা হাউজে কাউসারের পানি।


জ্বীন ফেরেস্তা ইনসান আনন্দে নাচিল জাহান,
রহমাতুল্লিল আলামিন স্রষ্টার পবিত্র মেহমান।
মুক্তির সন্ধানে গাইল গজল শ্রেষ্ট মানব মহান,
মন মরুতে সজীব বাগান শুনিলে মধুর আযান।


রাসুল নামের শরাব খাব ঐ নামের গজল গাব,
জান্নাতের মাহফিল আশায় মক্কা মদীনায় যাব।
যার প্রেমে জগত দিওয়ানা সেই চরণে লুটাব,
আশেকে রাসুল সুধা পানে খোদার দেখা পাব।