সাজাবো তোমায়
তোফায়েল আহমেদ টুটুল


আকাশের তারাগুলো বৃষ্টির ন্যায় ঝরে,
অঙ্গ সাজিয়ে উজ্জ্বল জ্যোতিময় করে।
চন্দ্র সূর্যের কিরণ রশ্নি আলো ঝলমলে,
রুপের মাধুরী মেখে অপরুপার গালে।
সুরের ঝংকারে আনন্দ বীণাতে মধুর,
বিশ্বাসে ভালবাসা রাঙা পায়ের নুপুর।


ফুলে ফুলে সাজানো কোমল বিছানায়,
ঘুমের ঘোরে স্বপ্নে বাসবে ভাল আমায়।
সোনার কাঠি রুপার কাঠির স্পর্শে আমি,
অচীন দেশের রাজকন্যা শাহজাদী তুমি।
জুঁই চামেলী গোলাপ বেলী পুষ্প বাহার,
কানেতে জবার দুল গলাতে মালা হার।


রঙধনু সাত রঙে রাঙ্গাবো তোমার জীবন,
স্বর্গ থেকে সুখ এনে গড়িয়ে সুন্দর ভূবন।
চাঁদের আলো এনে নয়নে জ্বালাবো দীপ,
ফাগুনের রঙে পড়িয়ে দিব কপালে টিপ।
সাথী হয়ে আস যদি আমার জীবন জুড়ে,
সাজাবো তোমায় আমি মনের মত করে।