রাসুলের মেরাজ
তোফায়েল আহমেদ টুটুল


শুন চন্দ্রা শুন আকাশের ঐ অজস্র তারা,
আজ সর্বোত্তম পবিত্র মিলন গভীর রাত,
আল্লাহ আর নবী মুহাম্মদের মোলাকাত,
কুদরতে প্রভু প্রকাশিতে পিয়ার দিশেহারা।
সাতাশে রজব চাঁদের তিমির নিশি দ্বিপ্রহরে,
নিমন্ত্রণ নিয়ে উপস্থিত জিব্রাঈল ফেরেস্তা,
সালাম দিয়ে প্রকাশ করে দাওয়াতের কথা,
ইয়া রাসুলুল্লাহু আমন্ত্রণ জানায় পরোয়ারে।


আল্লাহর মেহমান সাইয়্যেদুল মুরসালিন,
দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন।
উম্মতের কান্ডারী আনিল মুক্তির সন্ধান,
একমাত্র শাফায়াতকারী হাশরের মীযান।


বোরাকে চড়ে গমন বায়তুল মোকাদ্দাসে,
খোদার হাবীব মুহাম্মদ জিব্রাঈল পাশে।
রফরফে সরোয়ার নবী উর্দ্ধমুখী আকাশে,
মেরাজে গমন করিলেন আল্লাহর আরশে।
নূরের পর্দা খোলে আহাম্মদ রুপে মাওলা,
দীদারে ধন্য হল মুহাম্মদ কামলেওয়ালা।
আশেক মাশেকে বসায় আনন্দের মেলা,
সাতাশ বৎসর যাবত চলে প্রেমের খেলা।