প্রভুর খেলা
তোফায়েল আহমেদ টুটুল


দিল কাবাতে বসে দেখ প্রভু সারাবেলা,
সৃষ্টির সনে আপন মনে করে শুধু  খেলা।
দমের মাঝে আসা যাওয়া চলছে অহরহ,
গোপন ভেদের এই রহস্য পায়না খবর কেহ।
আকার সাকার নিরাকারে সৃষ্টির মাঝে প্রকাশ,
খুলে দেখ  দিলের কপাট অনুভুতির বিকাশ।
সৃষ্টি যত রয় মাখলুকাত সবি প্রভুর জাত,
রুপ সুরুতে তাঁর সাথে হইবে যে স্বাক্ষাত।


চোখের কি আর ক্ষমতা হয়? ফেলিতে পলক,
রুপ নিশানা দেখিতে,  পৃথিবীর সুন্দর  ঝলক।
হাটতে গেলে পা নামাতে, শক্তি কি আছে বল?
হাত বাড়িয়ে গাছের ডালে পারতে পাকা ফল।
জীহ্বের মাঝে বসে প্রভু, মত্ত থাকে খেলায়,
লবন, মরিচ, তিঁতা, মিঠা কত স্বাধ পাল্টায়।
আগুন, পানি, বাতাসের স্পর্শ হয়ে অনুভুতির,
সারা অঙ্গে খেলছে বসে প্রভু সকল সৃষ্টির।


তোর সাথে প্রভুর খেলা চলছে সারাক্ষণ,
অবুঝ মানুষ অনুভবে খেলে ভোলামন।
এমন সাধের মানব জীবন হয় যদি বিফল,
কোন খেলাতে সফল হবি, নিবি তুই সম্বল।
প্রতারণার খেলায় তুই বড় দুষ্ট পাজি,
ঘুড়ির নাটাই প্রভুর হাতে পাবে ঠিক খুজি।
সকর সৃষ্টির মাঝে শ্রেষ্ট জগতে ইনসান,
প্রভুর ডাকে সাড়া দিতে উড়াবি নিশান।


চন্দ্র সূর্য দিবা রাত্রি আলো আঁধার ভবে,
ফুলে ফলে পাখির কন্ঠে মধুর কলরবে,
সৃষ্টির মাঝে ভাষার কত আছে ব্যবধান,
কন্ঠ জুড়ে স্বর পেলি করতে আহ্ববান।
প্রভুর খেলা বুঝতে হলে মানুষ ক্ষুদ্র জ্ঞানে,
আদেশ নিষেধ মান্য করে ভাবতে হবে ধ্যানে।
জীবনের অহংকার  তোর ভাঙ্গবে  প্রভুর খেলা,
জীবন মরণ প্রভুর হাতে, ইচ্ছেমত করে খেলা।