প্রিয় বাংলাদেশ
তোফায়েল আহমেদ টুটুল


ধনে পরিপূর্ণ ধানের অরণ্য আমার এ দেশ ভাই,
ফুলে ফলে ভরা পৃথবীর আর অন্য কোথাও নাই।
মাটির বুকে সোনার ফসল কৃষক ফলায় বারোমাস,
ধান কাউনের সাথে চলে সোঁনালী আঁশ পাটের চাষ।
জারি সারি ভাটিয়ালি ঢেউয়ের তালে মাঝির গান,
সুরের মোর্ছনায় নৌকা দোলে নদীর বুকে কলতান।


রাখালিয়ার মধুর সুর বাঁশিতে বাজে দূর বহুদূর,
মেঠো পথে পল্লীবালার কোমল পায়ে বাজে নূপুর।
ষড়ঋতুর বৈচিত্রের খেলা প্রতৃতির আবহাওয়াতে,
অপরুপ রঙিন সাজে প্রকৃতি  চির সবুজের মমারোহে।
ফাগুনে আমের বনে অগ্রায়ণে ধানের মিষ্টি ঘ্রাণে,
বৈশাখে কালবৈশাখী ঝড় বর্ষাকাল আষাঢ় শ্রাবণে।


প্রকৃতির প্রেমে বন্ধি আমি মনোরম দৃশ্য দেখে,
রুপ লাবণ্যে সবুজ শ্যমল গ্রামগুলি একে বেঁকে।
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট বনাঞ্চল,
নদী নালা খাল বিল ঘিরে মাঠের সোনালী ফসল।
অপরুপ সৌন্দর্যে মুগ্ধ আত্মহারা পাগলের বেশ
ভালবাসি ও আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।