প্রেমের আগুন
তোফায়েল আহমেদ টুটুল


প্রেমের আগুনে মন পুড়ে যায় কেউ দেখেনা,
প্রেম করিয়া এই জগতে সুথী হইছে কয়জনা।
মিলনে প্রেমের গল্প অপ্রকাশিত নাম পরিচয়,
বিরহে প্রেমের জ্বালা ইতিহাসে অমর অক্ষয়।
অতৃপ্ত বাসনার স্বাধ এক জীবনে অল্প সময়,
অমৃত সুধা পানে পিপাসিত সদা তৃষিত হৃদয়।


আপন অস্তিত্ব পুড়িয়ে ত্যাগে বিসর্জন জীবন,
খাঁটি সোনায় পরিণত প্রেমিক প্রেমিকার মন।
দুই নয়নের দৃষ্টির আড়াল খুঁজে হৃদয় সীমায়,
উপলব্দি অনুভুতির পরশ পায় বিধির কৃপায়।
অন্তরে পদধ্বনির শব্দ শুনে কর্ণযুগল বধির,
বোবা মুখে বুকের ভাষা বলিতে ব্যকুল অস্থির।


বিচ্ছেদ বেদনা দহন দিবা নিশি ঘুঁষিয়া জ্বলে,
নিভাতে গেলে হয়ে যায় দিগুন আঁখিজলে।
জাত কূলমান সব হারিয়ে অবুঝ ব্যথার ছলে,
সমাজে নতুন পরিচয় ঘটে পরিণত পাগলে।
লাঞ্ছনা গঞ্জনা নিন্দা কলঙ্ক বদনাম উপহার,
প্রেমের আগুনে অন্তর পুড়ে কলিজা অঙ্গার।