প্রভুর সন্ধানে
তোফায়েল আহমেদ টুটুল


তুমি আল্লাহ তুমি ঈশ্বর তুমি হরি ভগবান,
বাইবেল গীতা ত্রিপিটক রামায়ন কুরআন।
পবিত্র কাবা কালি মসজিদ মন্দির গীর্জা,
আরাধনা উপাসনা ভক্তি শ্রদ্ধায় সেজদা।
অনাদির আদি অবিনশ্বর বিধি শ্রীমধুসুদন,
তুমি নারায়ন তুমি নিরাঞ্জন তুমি সর্বজন।


শুনে তোমার মধুর নাম দিওয়ানা ইনসান,
ছেড়ে দিয়ে জমিদারী রাজবাড়ি করে শ্বশান।
বাদশা আমির ফকির ছাড়িল রাজ্য সিংহাসন,
সাধন ভজনে উৎসর্গ জীবন তব পুজিতে চরণ।
কি জানি খেয়ে নেশা হাড় মাংস পায়না দিশা,
পাইতে তোমার মন সোনা ভাবে দস্তা শিশা।


মহিম অনন্ত অসীম দয়ালু প্রভু তোমার বন্ধনা,
অধমের সাথে অবিরত লুকানো খেলা ছলনা।
আড়ালে থেকে রহমত বরকতে সাহায্য দানে,
পরম করুণাময় সর্বদা রয়েছো সৃষ্টির কল্যাণে।
সকল সৃষ্টির প্রাণে বসবাস কর অতি গোপনে,
হৃদয়ে বিরাজিত অস্তিত্ব ভুলে কোথা সন্ধানে?