প্রতারণার প্রতিশ্রুতি
তোফায়েল আহমেদ টুটুল


থমকে গেল পৃথিবী ঘড়ির কাঁটা অচল হয়ে,
দুঃখের জোয়ার প্লাবনে জীবন দিল ভাসিয়ে।
বুকের পাঁজর চুর্ণ বিচূর্ণ প্রতারণার আঘাতে,
কালো মেঘ আকাশ ঢাকে জীবনের প্রভাতে।
শমশের বিঁধানো হৃদয় আমার রক্তাত্ত প্রান্তর,
কষ্টের ময়দানে সংঘর্ষ যুদ্ধে কেউ নেই দোসর।


জীবনটা নকশী কাঁথার মাঠ আসিল সুঁই নিয়ে,
ইচ্ছেমত নকশার আল্পনা যত্নে তোলে সাজিয়ে।
গোলাপের নকশা তোলে কাঁটা লুকিয়ে আড়ালে,
জড়াতে গিয়ে নকশি কাঁথা বিঁধেছে কাঁটা কপালে।
সুঁইয়ের প্রতিটি খোচা ক্ষত বিক্ষত কাঁথার হৃদয়,
কে বুঝে তার নিরব কান্না কেবা তার আপন হয়।


হারিয়ে গেছে প্রিয়তমা খুঁজে নাহি পাই তারে,
কত প্রতিশ্রুতির স্মৃতি স্বরণে আসে বারে বারে।
বেদনা বিদূর করুণ সুরে সময়ের বিবর্তনে আজ,
প্রতিশ্রুতিগুলো আঘাত হানে হৃদয়ে কারুকাজ।
শূণ্যতার মাঝে একাকী নির্জনে প্রকৃতিকে দেখি,
সকল পরিবর্তনে অপরিবর্তিত এই আমি থাকি।