প্রাণের চেয়ে দামী
তোফায়েল আহমেদ টুটুল


হৃদ মহল দলিল করে লিখে দিলাম যবে,
আসা যাওয়া দিবানিশি হরহামেশাই তবে।
বুকের রাজ্যে হাহাকার গর্জে আন্দোলনে,
মন পাড়ার বৃন্দাবনে মহাশ্বশান তুমি বিহনে।
জীবন রথে হও সারথী লাগাম তুলে হাতে,
অন্তরে সুখের দোলা ভাবনার অপেক্ষাতে।


হৃদ ক্রিয়ায় সঞ্চালিত রক্ত শিরা ধমনীতে,
নিঃশ্বাসে বাঁচা মরা কি করে দেই বল যেতে।
গ্রহনে অক্সিজেন ত্যাগে নাইট্রোজেনের মত,
শ্বাস প্রশ্বাসে মিশেছ তুমি জীবন জুড়ে কত।
মন দিয়ে প্রাণ সপে অস্থিত্ব বিসর্জনে বিলীন,
সুখ পাখি পোষা খাঁচায় রয়েছ বুকের গহীন।


হৃদ মাঝারে বেঁধেছে আশাতে অবুঝ অন্তর,
সিন্ধু জলে ডুবেছে প্রেম পিপাসা প্রতি প্রহর।
ভালবাসার অচিন পাখি সুখ দুঃখ চিরসাথী,
তোমার প্রেমে অন্ধ আমি বুঝিনা দিবা রাতি।
তুমি বীনা শূণ্য জীবন কি নিয়ে বাঁচব আমি,
তোমার ভালবাসা আমার প্রাণের চেয়ে দামী।