প্রকৃতির আপন তুমি
তোফায়েল আহমেদ টুটুল


তুমি,তুমি,তুমি পৃথিবীর বুকে প্রকৃতির,
ও বিধি তুমি নিপুন কর্মকার সকল সৃষ্টির।
ও ভূবন তুমি আশ্রয় দিয়েছ বুকের ভিতর,
নিঃশ্বাসে প্রাণ দান পবনে  জুড়ালে অন্তর।


তুমি,তুমি,তুমি আমায় বেঁধেছ হৃদয় ডুরে,
ও অনল তুমি দিবা নিশি দগ্ধ জ্বলে পুড়ে।
ও বরফ তুমি জলকে দাওনি শীতল করে,
বিরহ বেদনা দুঃখ সাজানো জীবন জুড়ে।


তুমি,তুমি,তুমি ডাকলে লাগে বড় মধুর ,
ও চাঁদ তুমি ডুবে যাও চাই আঁধার প্রহর।
ও রাত তুমি দীঘল হও খুঁজিওনা ভোর,
চুপি চুপি অভিষারে আসবে মোর দোসর।


তুমি,তুমি,তুমি বললে আপন মনে হয়,
ও আকাশ তুমি স্বাক্ষী হলে এই প্রণয়।
ও তারার প্রদীপ তুমি ঝলমল জগতময়,
প্রকৃতি তুমি লুকে থাক লাজে বুকে ভয়।


তুমি,তুমি,তুমি বলে ডাক অন্তরে বার বার,
ও ফুল তুমি ছড়িয়ে দাও শুধু সৌরভ বাহার।
ও ভ্রমর তুমি গুঞ্জনে গান গাও ভালবাসার,
হৃদয় ঝংকারে বাজে তুমি,তুমি,তুমি আমার।