বাংলা আমার
তোফায়েল আহমেদ টুটুল


লোকে বলে সোনা নয়, খাঁট বাংলার মাটি,
এ দেশের সোনার ছেলে দেশ সাজায় পরিপাটি।
৫২ তে সাজিয়ে দিল, বাংলা স্বাধীন মাতৃভাষা,
মোদের গৌরব মোদের আশা, আমাদেরি ভাষা।
৭১ রে বুকের রক্তে রাঙিয়ে, সাজিয়ে দিল বেশ,
ছায়া সুনিবিড় শান্তির নীড় অপরুপ বাংলাদেশ।
সবুজ শ্যামল ফসলের মাঠে, স্নেহর আসন পাতা,
জন্ম মোদের ধন্য, বাংলার মাটিতে ঠেকাই মাথা।


ভাইয়ের রক্তে রাঙ্গা, মায়ের চোখের অশ্রু মাখা,
সোনালী স্বপ্নে গাঁথা ,বাবার কল্পনার রঙে আঁকা।
নব বধুর স্বপ্নের সংসার ,মায়া মমতায় ঢাকা,
বোনের হাসি মাখা ,লাল সবুজের বুকে পতাকা।
পাহড়, পর্বত ,ঝর্ণাধারা, নদী রুপের নাহি শেষ,
ফুলের সুবাস, ফল, ফসলের গন্ধ মাতায় বেশ।
এই মাটি আমার, গ্রাম আমার, এই দেশ আমার,
সারা বিশ্বের বিস্ময় বাংলা, আমার অহংকার।