😎 সমাজের অবক্ষয় 😎
তোফায়েল আহমেদ টুটুল


মানব সমাজ পৌছে গেছে চরম বর্বরতায়,
ইতিহাসের বর্বর যুগকে দিয়ে হার মানায়।
মানবতার বৃক্ষ লতার শিকড় পাওয়া দায়,
বাস করেছে মানুষ সকল চরম অসভ্যতায়।
সভ্য জাতির অসভ্যতায় বনের পশু পাখি,
মানুষের সাথে কেবল সার্টিফিকেট বাকি।
কারবালার রক্তাক্ত প্রান্তর সমাজে দেখি,
বন্য প্রাণীর হিংস্রতায় সমাজ দিল ঢাকি।


কোন সমাজে? আলেম মোল্লা মসজিদে যায়,
সেই সমাজের মানুষগুলোই সুদ ঘোষ খায়।
জোর যুলুম অত্যাচার কত ,চলছে নির্দিদ্বায়,
সমাজ তাদের করবে কি ?পড়বে কিসের দায়?
পুরোহিত মন্দিরে, নিত্যদিন ধর্ম শাখ বাজায়,
দেব দেবীদের পুজা করে কল্যান কামনায়।
ফুলে ফলে থালা সাজিয়ে বসে আরাধনায়,
সমাজের মানুষ গুলো ,আজ কেন অসহায়?


কোন সমাজে আছে বল নীতি আদর্শ?
কোন সমাজে যুবক যুবতি হচ্ছে বিনষ্ট?
অশালীন পোশাক আশাক চরিত্র নষ্ট,
অশ্লীলতার জোয়ারে কেন হচ্ছে পথভ্রষ্ট?
যুবতিরা ধর্ষিত হয়ে, কেন হারায় সতীত্ব?
নববধু যৌতুকের দায় জীবনের অস্তিত্ত্ব।
বিদ্ধান হয়ে ডিগ্রী অর্জন কিসের কৃতিত্ব?
ডাক্তার, উকিল, জজ ,ব্যরিষ্টারের ব্যক্তিত্ব।


কোন সমাজে বসবাস শিক্ষক শিক্ষিকার?
যুবক ছাত্র তবুও শিক্ষাঙ্গন পায়না নিস্তার।
মিছিল মিটিং রাজপথে ক্লাসে নেই আর,
কলেজ ক্যাম্পাস দখল ,তাদের আড্ডার।
নিরাপত্তা নাই গ্যারান্টি, কোন সভ্যতার,
ছাত্রীরা সব ভয়ে থাকে সতীত্ব হারাবার।
মেধাবী যত ছাত্র ছাত্রীর ভবিষৎ অন্ধকার,
আসলে কে হবে বল ?সমাজের কর্মকার।


জ্ঞ্যনী গুনী মুনিষীদের কোথায় বিচরণ?
কোন বিষাক্ত নাগীনের ছোবলে দংশন?
কোন সমাজে বাসিন্দা মোড়ল পন্ডিতগন?
বিয়ের সময় আদান প্রদান যৌতুক গ্রহন।
নারী শিশু শিকার ধর্ষণের ,এসিড দহন খুন,
কোন নর্দমার কীট ঘটায় বোমা বিস্ফোরন?
সমাজটা আজ পঁচে গলে ধরেছে কেন গুন?
বিবেকবান কোন মানুষ করবে আন্দোলন?


কে আছে জোয়ান? হবে আগোয়ান নির্ভয়ে,
কে বুঝিবে? কে খুজিবে ?মানব মুক্তির জয়ে।
দেখাবে কে সাহস বল ?কন্টক ,দুর্গম ,দূর্জয়,
জাগ্রত সৈনিক লড়বে দৈনিক অকুতোভয়।
সদা সচেতন, নিদ্রীত বিবেক, কি পরিচয়?
ধরিবে হাল, চেয়ে মহাকাল ,কোথা সে রয়?
ভাঙ্গবে শোষনের শৃঙ্খল ,মহান, মহৎ হৃদয়,
কলঙ্কিত, কুলশিত আজ সমাজের অবক্ষয়।