ভালোবাসার প্রতীক্ষা
তোফায়েল আহমেদ টুটুল


তুমি আসবে বলে ,
আমি পথ চেয়ে বসে আছি,
আধারে আলোতে একাকি নির্জনে।
তোমার আসার প্রতিক্ষায় প্রহর গুনে ৷


এলো কালো রাত,
তারা ভরা আকাশ ,
ঝলমল পূর্ণিমার রুপালী চাঁদ,
জোৎস্না ঢেলে দিলে আমার মনে ৷


না , তুমি আসনি !
আমি কষ্ট পাইনি !
দেখেছি তোমায় রুপালী চাদের সনে ৷
হাসিতে লুটিয়ে পড়ে আমি ,হঠাৎ ঘুমে ৷


স্বপ্নে এসে তুমি ,
কোলে তুলে নিলে আমায় ,
হাত বুলিয়ে বুকে টেনে নিলে,
একটু মিষ্টি আদর দিলে ঠোটে ৷


হঠাৎ তুমি এলে ,
ঘুম ভাঙ্গিয়ে দিলে !
অবাক নয়নে আমি, তাকিয়ে দেখি তুমি ,
চারপাশে আঁধারের খেলা বিচলিত দিশেহারা।


কই? না তো,
স্বপ্নের মাঝে ছিলে ,
সেই ছিল ভালো ,কেন তুমি এলে ?
অতৃপ্ত সুধা পানে ছিলাম বেহুশ দুজনে।


স্বপ্নের মত পাইনি বলে ,
খুব অভিমান করি ,
ভুল তুমি করেছ ,
স্বপ্নে যেভাবে ছিলে ,
সে ভাবে পারনি আমায় জাগাতে ৷


আহ্ শুনে,
প্রিয়া যে আমার লজ্জায় লাল হয়ে ,
মুখ লুকালো আমারি বুকে ৷
এ কি কেবলই প্রতীক্ষা ?
না, এতো ভালোবাসার সুখ ৷


ভালোবেসে এই সুখ ,
কে চায়না ভুলে ?
প্রতীক্ষা করা কষ্ট ?
কোন পাগলে ভালোবেসে বলে ?
প্রতীক্ষা ছাড়া ভালোবাসাই কি চলে ?
প্রতীক্ষাই ভালোবাসাকে গভীরে নিয়ে ফেলে।