🎻কষ্ট আমার🎻
তোফায়েল আহমেদ টুটুল


কষ্ট আমি ভালবাসি, বুকে দিলাম ঠাই,
কষ্টের সাথেই বসত করি ,কষ্ট আমি চাই।
কষ্ট আমার নিত্য সঙ্গী ,কষ্ট আমি কুঁড়াই,
কষ্টের মাঝে জীবন চলে ,সুখের দেখা নাই।
কষ্ট এত বুকের ভিতর কেমনে দেই ঠাই?
কষ্টগুলো কাগজ হলে পুড়ে করতাম ছাই।


কষ্ট আমার লাল ,নীল, বেগুনি, ধুসর,
কষ্টের মাঝে খুজি ,তোমার সুখের প্রহর।
কষ্ট দিতে বল তুমি ?কৃপনতা কেন কর?
কষ্ট হবে প্রতিদান অনেক, ভালবাসার বড়।
কষ্ট তুমি পাবে ভেবে, অভিযোগ নেই মোর,
কষ্ট চাই তোমার কাছে, সকাল সন্ধ্যা ভোর।


কষ্ট তুমি দিবে কত !কাঁদবে তোমার মন,
কষ্টগুলো দেখতে পেলে ,তুমিই হতে আপন।
কষ্ট আমি সব ভুলে যাই, তুমি হাস যখন,
কষ্টগুলো তোমার বলে, ভুলতে চায়না মন।
কষ্টগুলো আগুন জ্বলে পুড়ায় সারাক্ষণ,
কষ্ট পেয়েও ভালবেসে ,তবুও আমার মন।