😉জ্ঞান পিপাসা😉
তোফায়েল আহমেদ টুটুল


সাগরের গভীরে ,পানির নিচে ঝিনুক থাকে ,
ঝিনুকের বুকে মুক্তা, যতনে লুকিয়ে রাখে।
সাগর সেচে কেউ ? মুক্তার সন্ধান করেনা
তীরে থেকেই মুক্তা ,সংগ্রহ করে সাধুজনা।
পথের ধারে ঝলমল করে, কত ধুলি কণা!
আসল জহুরী খুঁজে পায় সেথা মুক্তা দানা।
ভবে মানুষ সুক্ষ জ্ঞানী, সাধনা করে ঋষীমুনী,
জ্ঞান বিচারে মানুষ ধনী ,খুঁজে পায় মুক্তা মনি।


আলী মর্তুজা জ্ঞানের দরজা, মুহাম্মদ শহর,
নজরুল, রবীন্দ্রনাথ, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
মধু সুধুন, জীবনানন্দ ,সুকান্ত, সুকুমার ,জসীমউদ্দিন
বাংলার মাটিতে ,জ্ঞানের প্রদীপ জ্বলিতেছে চিরদিন।
জ্ঞানের মশাল জ্বালিয়ে, কাটাল জগতের আঁধার,
কত সাধনায় ! বিকাশ ঘটেছে তাদের প্রতিভার।
মূর্খের সম্ভল পুস্তুকের মাঝে, সীমিত জ্ঞান অর্জন,
প্ব্রকৃতির সাথে প্রেম ,বিশ্বপাঠশালাতে জ্ঞানীর বিচরণ।


কত বিদ্যালয়ে ,কলেজ ভার্সিটেতে, করে ডিগ্রী অর্জন,
দেশ বিদেশ ঘুরে ,ভ্রম্মচারী সাজে, জীবনের বিসর্জন।
দেখেছি পর্বতমালা ,খুঁজেছি সিন্ধু ,জ্ঞান অমূল্য রতন ,
হাতের কাছে রত্নরাজি ,কোথায় খুজে ভিখারীর মতন?
কোন পন্ডিত সাজিল মহাজ্ঞানী ? শুনাতে জ্ঞানের বাণী,
কে বলে ? বোকার কাছেই খুঁজে দেখ পাবি জ্ঞানের খনি।
কে সাধু? খুঁজিতেছে মধু, করিতে পান কাটাতে নেশা,
কত সিন্ধু জল ?আনিবে বল, মিটাইবে জ্ঞানের পিপাসা।