💋নারীর হাসি💋
তোফায়েল আহমেদ টুটুল


পৃথিবী বিষন্ন ছিল ,নারী হাসেনি যখন,
ফুলের বাগান ছিল, জঙ্গলময় ভূবন।
নারীর হাসির গুনে সাজিয়ে স্বপন,
আলোয় ঝলমল জগত, সুন্দর এখন।
পুরুষ ছিল জটাধারী, সন্যাস ,বৈরাগী,
নারীর প্রেমে, নতুন রুপের অনুরাগী।
বাজিল প্রাণে গান ,বাঁশিতে সুর সোহাগী,
আপন করিতে নারী ,উদাসে গৃহ ত্যাগী।


কবি সাহিত্যিকের কল্পণায় নারী হাসে,
কত প্রেম !আরাধনায় ছন্দ মিলাতে বসে।
চিত্রকরের তুলিতে, নারী অনর্থক হাসে,
দিবা নিশি মুগ্ধ নয়নে ,মনের ক্যানভাসে।
অন্জলীর সুবাসে অলি, ব্যাকুল কাননে,
নারীর স্নিগ্ধ হাসিতে পুরুষ আকুল মনে।
হাসি যেন থাকে লেগে মুখে সর্বক্ষনে,
পুরুষের আন্তরিক কামনা চাই জীবনে।