♦♦আযান♦♦
তোফায়েল আহমেদ টুটুল


আল্লাহু আকবর, আল্লাহু আকবার,
আল্লাহ সর্বশক্তিমান ,আল্লাহ মহান।
মুয়াজ্জিন দিচ্ছে মসজিদে আযান ,
নামাযের জন্য সকলকে করে আহব্বান।
শুনলে ছুটে আসিবে যত মুসলমান,
পালন করিতে ভবে আল্লাহর বিধান।
প্রভুর প্রতি রয়েছে যাহার পূর্ণ ঈমান।


আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ,
মুয়াজ্জিনের ধ্বনি দিচ্ছে স্বাক্ষ্য,
উপাস্য নাই কেহ ব্যতিত আল্লাহ।
কুরআনে আছে যত আল্লাহর হুকুম,
নামাজ হলো ইবাদতে সর্ব উত্তম।
পাঁচ ওয়াক্ত নামায হয় মুমিনের নেশা,
আল্লাহকে খুশি করা মনে থাকে আশা,
ফজর যোহর আসর মাগরিব এশা।


আসহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ,
আল্লাহর প্রেরিত রাসুল, স্বাক্ষী আল্লাহ।
আযানের সুরে ডেকে বলে মুয়াজ্জিন,
রাসুলের আদর্শ নামাজ শুনরে মুমিন।
অবহেলা করে নামায করিস না কাযা,
আখিরাতে মিলবে তোর কঠিন সাজা।


হাইয়্যা আলাস সালাহ ,
নামাজের জন্য এসো।
মুয়াজ্জিন ডাকলে এসো মসজিদে ,
নামাজ আদায় করিবে জামাতে,
সকল মুসলিম একসাথে দাড়াতে।
হাইয়্যা আলাল ফালাহ,
এসো কল্যাণের পথে।
মুয়াজ্জিনে আযান দিয়ে করে সাবধান,
আল্লাহর হুকুম পালন কর মুসলমান।


আস সলাতু খাইরুম মিনান্নাউম,
ঘুম হইতে নামাজ অতি উত্তম।
ভোরবেলা মুয়াজ্জিন দিচ্ছে আযান,
ঘুম থেকে জেগে উঠ যত মুসলমান।
মুমিনের জন্য ফজর বড় মূল্যবান,
মুয়াজ্জিন বার বার করে আহব্বান।


আযানের সুর যখন শুনে শয়তান,
পলায়ন করে ধরে নিজের দুই কান।
আযানের বাণীতে গায়ে আগুন জ্বলে,
কাফের মুশরিক যোগ দেয় তার দলে।
মুমিন মুসলমান শুন দুর বহুদুর,
মুয়াজ্জিনের আযান কত সুমধুর।
থাকিসনা ব্যস্ত ওরে দুনিয়ার কাজে,
মসজিদে গিয়ে দাড়িয়ে যা নামাজে।
কবুল করিবে আল্লাহ তোর মোনাজাত,
দুনিয়া আখেরাতের মিলবে নাজাত।