💘সপ্তাহের বিরহ💘
তোফায়েল আহমেদ টুটুল


শনিবারে শনির দশা, অমঙ্গলে ভারী,
প্রেমিকের সাথে প্রেম নিল বুঝি আড়ি।
অভিমানে বন্ধুর সনে সম্পর্ক ছাড়ি,
পন্থ পানে চেয়ে চেয়ে অপেক্ষাতে মরি।
রবিবারে আশায় আশায় কাটেনা প্রহর,
প্রেমের বিরহ অনল জ্বলে শুধু অন্তর।
ঘুষে ঘুষে অগ্নি শিখা, হৃদয়ের গভীর,
শীতল হয়না জলে, সপ্ত সাগর নদীর।


সোমবারে দুঃখ বুকে, সুখে আশায় হাসি,
হৃদয়ের গহীণে বসে, বন্ধু বাজায় বাঁশি।
মধুর সুরে পরান জুড়ায় থাকি উদাসী,
আমায় কেবল দিল ধোকা, প্রেম সর্বনাশী।
মঙ্গলবারে বন্ধু বুঝি গেল মঙ্গল গ্রহে,
বুকের খাঁচা শূণ্য, পরাণ কি আর রহে।
প্রেমের কাঁটা বিঁধল বৃকে মরি অসুখে,
যে কথা রেখেছি গেঁথে, বলব কত মুখে?


বুধবারে প্রেম পিরতি হয়না ষোল আনা,
বন্ধুর সনে দেখা সাক্ষাত গুরুজনে মানা।
হৃদয় নিয়া শ্যাম কালা করে নিঠুর খেলা,
একা ঘরে মন বসেনা, অন্তর পুড়ে কালা।
বৃহঃবারে বকুল ফুলে গাঁথি মিলন মালা,
ষোল আনা মন সপিলাম, বন্ধু ছলাকলা।
ব্যথা ভরা জলে টলমল, দুচোখের পাতায়,
কত যতনে নামটি, লিখেছি হৃদয় খাতায়।


শুক্রবারে শুভযাত্রা, বাজে বিয়ের সানাই,
বন্ধু আমার করে বিয়া, হঠাৎ শুনতে পাই!
কত আশাার বাসর শয্যা পুড়ে হল ছাই,
সুখের সাথে ঘর বাঁধা কপালে বুঝি নাই।
কথা ছিল শুক্রবারে বাঁধব সুখের বাসা,
বন্ধুরে নিয়ে সুখে থাকব, মনে ছিল আশা।
ভাগ্য লিপিতে বিধি দুঃখ লিখে, সুখ ছেড়ে,
সপ্তাহের বিরহে জীবন, বেঁচে থাকি কি করে।