🎁বাংলাদেশ খুজে স্বাধীনতা🎁
তোফায়েল আহমেদ টুটুল


৭১ সালে পাক সেনাদের ভাব মুর্তি বুজে,
আন্দোলনে নেমেছিলাম স্বাধীনতার খুজে।
বর্বর ঘাতক, পাষুন্ড পিচাশ, ঘৃণ্য পাকিস্তান,
দমন করতে জাগ্রত করে, দিলাম কত।সন্তান।
মৃত্যমুখে আমরণ যুদ্ধ, করল- দীর্ঘ নয় মাস,
বিজয়ের পতাকা উড়ায়, জয়ধ্বনি সাব্বাস।
৩০ লাখ হারাল প্রাণ, কাতর সন্তান শোকে,
তবুও আমি হেসেছিলাম, স্বাধীনতার সুখে।


পাকসেনাদের হাতে আমি, ধর্ষিত হলাম কত,
হৃদয় থেকে মুছে যায়নি, বেদনার সেই ক্ষত।
ইতিহাস স্বাক্ষী আছে, রাজাকারের প্রবন্চণা,
কত নির্মম হত্যাযজ্ঞ! কত অত্যাচার যন্ত্রণা!
লাল সবুজের আঁচলে আমায় দিল জড়িয়ে,
ধন্য জননী, যোগ্য সন্তান, দিল কলঙ্ক মুছিয়ে।
স্বাধীনতার গৌরবের মর্যাদায় মাথা উঁচু করি,
বিশ্ব মানচিত্রে "বাংলাদেশ "পরিচয় তুলে ধরি।


আজো চলে আমার বুকে হত্যাযজ্ঞ খেলা,
রক্তারক্তি হলিতে হয়, লাশের তান্ডব মেলা।
আজো আমার কুমারী মেয়ের সতীত্ব হরণ,
জননীর বুকে কলঙ্কের জ্বালা হাসে জনগন।
মিছিল, জাতীয় সভায় ঘটে বোমা বিস্ফোরণ,
রেহাই পায়না ছাত্র, শিক্ষক, পবিত্র শিক্ষাঙ্গন।
১৬ কোটি সন্তান, অকৃতজ্ঞ বাঙ্গালীর দ্বারে।
একটু শান্তি চাই, বাবা -স্বাধীনতা চাই ফিরে।


কোন হায়েনা শত্রুর কবলে স্বাধীনতা গ্রাস?
আজ শুধু পড়ে আছে রুপকথার ইতিহাস।
পাইনা খুজে রুহুল, মতি, কামাল, জাহাঙ্গীর,
রউফ, হামিদ, নুর মোহাম্মদের মত বঙ্গ বীর।
কলঙ্কিত আজ আমি, হারাই মান সম্মান,
বিশ্বের বুকে দুর্নীতিতে, হয়েছি চ্যাম্পিয়ান।
দুর্বিসহ, দুষ্কর, মরুর জীবনের সজিবতা
আজ আবার নতুন করে খুজি স্বাধীনতা।