💔ভালবাসার শক্তি💔
তোফায়েল আহমেদ টুটুল


কত পাষান হৃদয় তোমার? কত নিষ্ঠুর মন?
কত শক্ত বুকের জমিন? মাটি, অনুর্বর দূষণ।
আবেগ, অনুভুতির সেচের পানি নিস্কাশন,
ভালবাসার বিশ্বাসে বীজ, করিব রোপন।
বুকের মাটি যদি তোমার, উর্বরা শক্তি ছাড়া,
বীজের অঙ্কুরোধগম ক্ষমতায় গজাবে চারা।


উষ্ণ, উত্তপ্ত হৃদয়ে, যদি থাকে মরু বালুচর,
বৃষ্টি বর্ষণের স্রোত ধারা, প্লাবিত হবে অন্তর।
নিঃশ্বাসের শীতল পরশে সতেজতা এনে,
ভালবাসার ফুল ফুটাবো মনের বাগানে।
সেই ফুলের সুরভিত সৌভবে, সুবাসে,
ভালবাসি বলবে তুমি, জানি মিষ্টি হেসে।


কোন গ্রহে থাকবে লুকে? চোখের আড়ালে,
পাতালপুরীর রাজ্যে যাব, তুমি পালালে।
তুমিতো মানবী জানি, পাথর তো নয়,
তবে কেন? কঠিন করে রাখবে হৃদয়।
ভালবাসা যত বড়, জীবন তত বড় নয়,
ভালবাসার শক্তিতে হয়, পৃথিবী জয়।