👹চৈত্রানল👹
তোফায়েল আহমেদ টুটুল


চৈত্রের খড়তাপে, জমিনের বুকে ফাঁটল,
   কৃষকের বুকে জ্বলে, এ কোন অনল?
মাঠের কিনারে বসে, চেয়ে থাকে উর্ধ্বাকাশে,
   আসমান ফেঁড়ে যদি, একফোটা বৃষ্টি আসে।
আনিতে তুলে ঘরে ফসলের বান,
    মাস, কলাই, মুশুর, কাউন আর ধান।
লাঙ্গলের ফাঁল, যায়না বিধানো মাটির বুকে,
    কৃষকের বুক ফাঁটা কান্না রক্ত চোখে।
তরমুজ, ভাঙ্গি, ক্ষিরার ক্ষেতে ডগাগুলি,
   কাঁদিতেছে বাঁচিতে আহাজারি তুলি।
কৃষক বুঝে শুধু ফসলের কান্না হাসি,
    ফসলের সাথে ক্রন্দন তার দিবানিশি।
কত মধুর রঙ্গিন স্বপ্ন নবীন কৃষকের,
     নতুন বউ আনিতে আয়োজন বিয়ের।
এবারের চৈত্রে বুঝি হইবেনা স্বপ্ন পুরুণ,
    ফসলের সাথে বুকে জ্বলে বিরহ দহন।