💃জীবন যুদ্ধ💃
তোফায়েল আহমেদ টুটুল


বৈচিত্রের মানব জীবন, বড় রহস্যময়,
বাঁচা মরা যুদ্ধ করা, জীবনের পরিচয়।
জীবন যুদ্ধে মানুষ, অপরাজিত সৈনিক,
প্রতিনিয়ত যুদ্ধ করে, বাস্তবতায় দৈনিক।
আজ ভাল, কাল মন্দ, জীবনের দিদ্বা দন্দ
কখনো আধারে মলিন, হতাশায় সাজে অন্ধ।
কখনো আবার, সুখের সাগরে হয় ডুবন্ত,
স্বপ্নের পৃথিবী সাজাতে, বাসনা অফুড়ন্ত।


জীবনের চাকা, আবহমান ঘুরছে চক্রাকারে,
শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ বয়সের দ্বারে দ্বারে।
সত্য মিথ্যার পাতানো জাল, রয়েছে ঘিরে,
আনমনে, পুতুল খেলায়, শুধু ভুল ভ্রান্তি করে।
সাফল্যর শীর্ষে, পোছানোর লক্ষ্য আহব্বান,
যশ ক্ষ্যতির, চুড়া, মুহচুড়ায় পাইতে অবস্হান।
হার জিত, নিত্য সঙ্গি, তবুও অগ্রসর হয়,
অবিরত, ঘটে চলছে জীবনের জয় পরাজয়।