♦♦♦ পাঁচ ওয়াক্ত নামাজ ♦♦♦
তোফায়েল আহমেদ টুটুল


ফজরের আযান যখন মসজিদে পড়ে,
নরম বিছানায় তখন থাক ঘুমের ঘোরে।
সকালবেলা জেগে তুমি শুরু করলে কাজ,
নিত্য তোমার কাযা হল ফজরের নামাজ।।


মসজিদে দুপুর বেলা ডাকলে মুয়াজ্জিন,
নামাজ আদায় করলেনা হইলেনা মমিন।
বেলা যত বাড়ে তোমার তত বাড়ে কাজ,
এমন করে হচ্ছে কাযা যোহরের নামাজ।।


বিকালে শুনে তুমি মুয়াজ্জিনের সুর,
মসজিদে না গিয়ে তুমি গেলে বহুদুর।
খেলা ধুলা রং তামাশা আনন্দের মাঝে,
কাযা তুমি করিতেছ আসরের নামাজে।।


সন্ধ্যা বেলা মাগরিবের আযান শুনে ভাই,
মসজিদে যাবে তুমি কোন উপায় নাই।
বন্ধুরা সব নিল বিদায় কেউ নেই আর,
মাগরিবের নামাজ কাযা হইল যে তোমার।।


এশায় যখন মসজিদে আযানের সুর বাজে,
কত প্রোগ্রাম অনলাইনে ফেইসবুকের মাঝে।
তুমি তখন এতই ব্যাস্ত ছেড়ে সকল কাজ,
প্রতি রাতে করলে কাযা এশার নামাজ।।


এমনি করে হেলায় খেলায় কাটিতেছে দিন,
হঠাৎ করে বাজবে একদিন মরণেরি বীণ।
মাটির নিচে কবর যখন থাকবে অন্ধকার,
নামাজ তখন প্রদীপ জ্বেলে কাটাবে আঁধার।।