🌾ফুলের কথা🌾
তোফায়েল আহমেদ টুটুল


বাগিচায় ফুটে ফুল, পথের ধারে নদীর কূল,
সৌরভে জগত মাতায়, সুবাসে করে আকুল।
হলুদ, সাদা, লাল, নীল নানা রঙে ফুটে ফুল,
উড়ে উড়ে মধু সংগ্রহে, ভ্রমরা ও অলি ব্যকুল।
জুঁই, চামেলী, গোলাপ, বেলী ফুলের বাহার,
রজনীগন্ধা, হাসনা হেনার সুবাস চমৎকার।
শিমুল, পলাশ, বকুল, মাধবী লতা, কৃষ্ণচুঁড়া,
চাঁপা, গাঁধা, কলমী, কদম, শিউলী গন্ধে ভরা।


কত যুগ যুগান্ত ধরে! এই পৃথিবীর তরে,
কত ফুল ফুটেছে! কত ফুল গেল ঝরে?
কত ফুলে হয়েছে, ভালবাসার প্রস্তাব!
কত ফুল দিয়েছে, কারো বুকে আঘাত।
কত ফুল গেঁথেছে সুখে, মিলনের মালা,
কত ফুল দিয়েছে বুকে, বিরহের জ্বালা।
কত ফুল! জীবনের ফুলশয্যা সাজায়,
কত ফুল স্বার্থক! গিয়ে দেবতার পুজায়।


অজনা কত ফুল! ফুটে থাকে পথের ধারে,
দুপায়ে মারায় তাদের, অবহেলা অনাদরে।
তেমনি মানব জীবন, আসা আর যাওয়া,
পৃথিবীর বুকে কত! থাকে চাওয়া পাওয়া।
এই পৃথিবীর তরে, কত মানব জন্মায় মরে!
সে কথা কোন দিন? কখনো? কারো মনে পড়ে?
ফুলের মনে যত কথা, থেকে যায় অগোচরে,
মানব জীবন ফুলের মত, পৃথিবীর বুকে ঝরে।