💘নন্দিনীর ভালবাসা💘
তোফায়েল আহমেদ টুটুল


নন্দিনীর ভুল ভালবাসা, দেখাল মিছে আশা,
পারিনি বুঝিতে আমি, লুকোচুরি প্রেমের নেশা।
বাসেনি সে কোনদিন, আমায় একটু ভালো,
ছলনার মায়াজালে, অন্তর ছিল শুধু কালো।
সহজ সরল হাসি মুখে, ভাঙ্গল যে অন্তর,
স্বপ্নের বালুচরে, আমি সাজিয়েছি প্রহর।


নন্দিনী গিয়াছে ভুলিয়া, ভাসাইয়া আখিজলে,
ভুলতে পারিনা কেন? ক্ষনে ক্ষনে পুড়ি অনলে।
প্রথম যৌবন বেলা, দিল আমায় প্রেমের দোলা,
বুঝিনি করেছে খেলা, আমাকে পেয়ে ভোলা।
সে, যে চাতুরি করিয়া, শুধু বেঁধেছে প্রেমডোরে,
বিরহের নোনাজলে, ডুবাইল দুঃখের সাগরে।


কই গেল নন্দিনী? আমি শুধু দিন গুনি অপেক্ষার,
কে বুঝিবে? কে খুঁজিবে? আমি প্রেমে পাগল যার।
প্রেম করিলে সহিতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা,
প্রেম করিয়া, এই জগতে সুখি হইছে কয়জনা।
জাত কুলমান সব হারাল, সাজিল কলঙ্কিনি,
সত্যি কি? তোমার হৃদয়ে, প্রেম আছে নন্দিনী।"