ধর্মীয় লেখার মধ্য ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।


          তোফায়েল টুটুল।


   ♦♦♦মিথ্যা পরিচয়♦♦♦
তোফায়েল আহমেদ টুটুল


আমরা মুসলিম, আমরা মমিন,
মানব কি আর ইসলামের দ্বীন?
তাওহীদে যার বিশ্বাস নাইরে,
ঈমান কি তার রয় অন্তরে?
মসজিদে যখন আযান পড়ে,
সময় নষ্ট নামাজ পড়ে।
কি এমন আইন উপাস থাকা?
রমজান মাসের রোজা রাখা।
বানালাম সুখের অট্টালিকা,
হজ্জ করতে কেন যাব মক্কা?
কত কষ্টে করলাম উপার্জন,
যাকাত দিয়ে ফুড়াতে ধন!
এভাবেই কি কাটবে জীবন?
একবার শুধু ভাবনারে মন।
পালন করে আল্লাহর বিধান
ঈমান বাঁচিয়ে হও মুসলমান।।


সবাই করছে বাঁচার লড়াই,
মরনের কথা স্বরণে নাই।
ধর্মে কি আর জীবন চলে?
বুক ফুলিয়ে যাচ্ছি বলে।
নীতি কথার অন্তরালে,
সুদ, ঘোষ, জুয়া সবি চলে।
লোভ লালসা, হিংসার আগুন,
মনের মাঝে জ্বলছে দিগুন।
কথায় কথায় মিথ্যা বলে,
সত্যকে দেয় দুরে ঠেলে।
ন্যায় অন্যায় সব গেছে ভুলে,
লোক বুঝিয়া বিচার চলে।
আরো কত খারাপ কথা,
লিখতে লাগে প্রানে ব্যথা।
সন্ত্রাসী চাঁদাবাজি হাইজ্যক খুন,
এগুলো মুসলিমের হয়েছে গুন।।


কালেমা সেতো পড়েছি কবে,
মুসলমান যে আমরা সবে।
মসজিদে কভু যাইনি বলে,
ঈমান কি আর গেছে চলে?
নামাজ রোজা ঠিকই জানি,
কুরআন হাদীস সবই মানি।
ইবাদত আবার কাকে বলে?
ফরজ ওয়াজিব নাই নফলে।
শরিয়তের আইন দেখালে,
সুন্নত বিনা জীবন চলে।
খান সাহেব আর চৌধুরী,
তালুকদার করে বাহাদুরি।
মসজিদের আলেম, মাওলানা,
যতই বলে কেউ শুনেনা।
আল্লাহর দেয়া বিধান মেনে,
চলবে মুসলিম খোদার দ্বীনে।।


জন্ম নিলাম আমি একা,
বাবার সনে হয়নি দেখা।
মায়ের বুকের দুগ্ধ পানে,
জড়ালাম এক মায়ার টানে।
বাবা মায়ের সন্তান হয়ে,
ইসলাম ধর্মের পরিচয় নিয়ে।
মহাগ্রন্থ আল কুরআনে,
আল্লাহ বলেন সবার সনে।
ভাল মন্দ কর্ম গুনে,
আমি তোমাদের নিব চিনে।
নামাজ, রোজা, হজ্জ, যাকাত,
যদি মান আর আখেরাত।
ঈমানের সাথে মৃত্যু হলে,
ডাকব তোমায় মমিন বলে।
কঠিন রোজ হাশরের দিনে,
বাব মা তোমায় নিবেনা চিনে।।


পরিচয়ের জন্য করি, টানা টানি,
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টানি।
আল্লাহর অশেষ মেহেরবানী,
করেছে রাসুলের উম্মত খানি।
কিভাবে কেঁদেছে আল্লাহর রাসুল,
উম্মতি উম্মতি বলে হয়ে মশগুল।
আল্লাহর কুরআন, নবীর হাদীস,
ওরে মুসলমান খুলে দেখিস।
হাশর, মিজান আর ফুলসিরাতে,
আল্লাহ বসবেন হিসাব নিতে।
হাত, পা, জবানে স্বাক্ষী দিবে,
তখন বল তোমার, কি উপায় হবে?
ঈমান, আমল সেদিন না থাকিলে,
জাহান্নামের আগুনে দিবে ঠেলে।
কি লাভ হবে তখন? মুসলিম হয়ে,
মিথ্যা সকল তোমার পরিচয়ে।।