😎জ্ঞানের মহিমা😎
তোফায়েল আহমেদ টুটুল


প্রতিটি মানব সন্তানের  কর্তব্য, জ্ঞান অন্বেষণ,
জ্ঞান ছাড়া হয়না কভু, জগতে সাধন ভজন।
সম্পূর্ণ কল্যাণ সাধিত হয়ে পরিশোধিত মন,
জ্ঞানে, মানুষের পরিচয় হয সততা, বিচক্ষণ।
জীবন সঙ্গী জ্ঞান, বুঝেনি বোকা রয়েছে নিঃস্ব,
আনন্দ, শক্তি, প্রগতির ও মনুষ্যমৈত্রীর উৎস।
জ্ঞানের হয়না উঁচু, নিচু, সীমানায় দৈর্ঘ্য, প্রস্থ,
আত্ম উপলদ্ধিতে জ্ঞানী, ভবিষৎ দেখিতে ব্যস্ত।


জ্ঞান দেয় পাহারা জ্ঞানীকে, মূর্খের কিসে বল?
অজ্ঞতার ন্যায় মহাশত্রু, জীবনে কে আছে বল?
জ্ঞানের সার্থকতা, মানুষের ভাল মন্দ বলা,
চর্ম চুক্ষু নয়রে সাধক, আত্মার দৃষ্টি খোলা।
ধন সম্পদ যত, চোর, ডাকাত করে লুন্ঠন,
জ্ঞান কাড়িতে পারে, ভবে সাধ্য কার এমন?
অল্প জ্ঞানের দম্ভে করিসনা, অহংকার, ছল
জ্ঞান সমস্ত বৃথা, যদি মহিমায় না হয় উজ্জল।