💋নারীর অবদান💋
তোফায়েল আহমেদ টুটুল


বিশ্ব ভুবনে সাই নিরান্জন, সাজাতে মানব বাগান,
নারীতে সৃজিত, ফুটানো ফুল, সৃষ্টি হয় আদম ইনসান।
ঋতু বর্তী নারীতে, সৃষ্টিকর্তা সয়ং করিতেছে সন্ধান,
পালনকর্তা, সংহারকর্তা, সাধনে দিতেছে নতুন প্রাণ।
বিধাতার গড়া জীবন বাঁচাতে, বুকের দুগ্ধ করায় পান,
নবীর ঘোষনা, জান্নাত পায়ের নিচে, আছে যত সন্তান।
ইসলাম ধর্ম দাওয়াতে নারী, প্রথমে আনিল ঈমান,
হযরত খাদিজা, মুহাম্মদকে বিশ্বাস, করিল সম্মান।


উম্মুল খয়ের, হযরত ফাতেমা বিবি, নবী নন্দিনী,
দান করেছে মাবুদ যাকে, নারী জগতের শিরমনি।
সর্বগুনে নারী আদর্শ প্রতিক, মাওলার মর্যাদায়,
উত্তপ্ত সাহারার বুকে কাউসার পান, আলী মর্তুজায়।
রহিমার মহিমায় বিস্মিত প্রভু! জগতে সতী সাধ্ধী,
স্বর্গের অপ্সরি আসিল ধরায়, সেবিতে আয়ুব নবী।
জুলেখার ফরিয়াদে পরোয়ার সন্তুষ্ট, দিয়েছে সম্মান,
ইউসুফের ভালবাসা, উপহার স্বরুপ স্বাক্ষী কুরআন।


রুপ, লাবন্যে, মাধুরীতে, হুর, পরিরা লজ্জা পায়,
পুরুষের যত গৌরব ম্লান, নারীর সৌন্দর্য মহিমায়।
মমতার গুনে গরিমায়, আদর্শের প্রতিক দুনিয়ায়,
অতৃপ্ত সুখ, শান্তির আশ্রয়ে রাখে সুশীতল ছায়ায়।
স্নেহ, ভালবাসা, ত্যাগ তিতিক্ষা, সেবার শ্রুশুষায়,
সাধনে ভজনে থাকে, সর্বদা জ্ঞ্যনের তপস্যায়।
নারীতে মধু, নারীতে যাদু, জীববনের পূর্ণতা রয়,
নারী আছে বলেই, পৃথিবীটা এত সুন্দর মনে হয়।


বিশ্ব মানব হযরত মুহাম্মদ, আমেনার গর্ভে ধারণ,
খোদার কুদরতে, মরিয়মের গর্ভে ঈসার জন্মগ্রহন।
আছিয়ার ঈমান নষ্ট করতে পারেনি, স্বামী ফেরাউন,
ইতিহাসে অক্ষয়, সুলতানা রাজিয়ার রাজ্য শাসন।
ঈমান ধ্বংসে সুমাইয়াকে, কত করেছে নির্যাতন,
বীরাঙ্গনা সখীনা, ধৈর্যের মুর্তি কাশেমের মৃত্যু বরণ।
আয়েশা, হালিমা, রাবেয়া কত নারী রয়েছে মহান
নারীতে নিহিত রয়েছে, শুধু মাত্র জগতের কল্যান।