💘প্রজাপতি মন💘
তোফায়েল আহমেদ টুটুল


মন আমার দিন দাহারে, হারালো উদাস বনে,
সৃজেছি ভালবাসা, বুকের ভিতর হৃদয় গহীনে।
হারানোর ভয় কেবল, আঁধারের অজানাতে,
স্মৃতিগুলো যত্নে, ধরে রাখি মনের সীমান্তে।
চন্দ্র সূর্যের রশ্নি ছড়ায়, শুকতারা, সন্ধ্যাতারা,
নীল আকাশে খুজতে গিয়ে, কেবল দিশেহারা।


দিবসে যত ব্যস্ত প্রহর, একটু সময়ের ফাকে,
ক্লান্তি ভুলে যাই, শীতল ছায়া অনুভবে তাকে।
রংধনুর সাত রঙে, স্বপ্ন সাজাই কোমল মতে,
নীল সীমান্ত, দিগ দিগন্তে হারাই অপেক্ষাতে।
যুমনার কুলে, বেদনার ছলে বাঁশি বাজায়,
বিরহী কুহেলিকা, গাহিয়া ডাকছে আমায়।


নিশিত স্বপ্ন সাজাই, জোছনা ঝলমল পূর্ণিমায়,
জাগি অমবশ্যার রাতে, খুজে আঁধারে হারায়।
ধ্রুব তারা গুলো ঝিঝিদের সনে দ্বীপ জ্বালিয়ে,
পত্র পল্লবী, ফুল কলিদের স্পর্শ খেলায় মাতিয়ে।
সুবাসিত পাঁপড়ির টানে, অলিরা ঘুরে আলিঙ্গনে,
কোন বিরহের অনল, পুড়ায় কেবল ক্ষনে ক্ষনে।


একি কোকিলের গান, পাপিয়ার কুহু কাহা ,
কে আসিবে? কে বুঝিবে হৃদয়ের ব্যকুলতা?
পিপাসিত মন, আঁকছে বসে যত সব আল্পনা,
ভালবাসার রুপ দেখিতে, ভুলি হই আনমনা।
ব্যক্তিত্ব হারিয়ে অস্তিত্ব খুজি, শুধু তার মাঝে,
প্রজাপতি মন, উড়ছে কেবল ভালবাসার খুজে।