👀আপন অনুভুতি👀
তোফায়েল আহমেদ টুটুল


ভিখারি অন্ন, রাজা প্রজার চাওয়া ভিন্ন,
প্রাপ্তিতে পরিপূর্ণ, জগতে কে আছে ধন্য?
লোভ লালসার শিকাড়ে মানুষের মন বন্য
জীবনের কর্ম কান্ড করিতেছে বড় জঘন্য
পরিশ্রম সাধনায় আনে মুক্তির কল্যাণ
কত কষ্ট জীবন নষ্ট খুঁজে সুখের সন্ধান


বিশ্বালয়ে এসে মানুষ আপন মনে খেলে
সৃষ্টিকর্তাকে স্বরণ করা গিয়াছে যে ভুলে
দয়াময় প্রভু মহান, দিলেন জীবন বিধান?
নবী রাসুল কিতাবে করে সতর্ক সাবধান।
কোন নেশায় ডুবেছে মানুষ এসে দুনিয়ায়
কেন যে ভাবেনা হেলায় বেলা কেটে যায়
কখন ফুড়াবে দম আজরাঈলের আগমন
জীবনের স্বাধ সাঙ্গ হবে করিবে মৃত্যুবরণ


সব কিছু অন্যোর নিকট চাওয়ার আকুতি
নিজের প্রতিভা প্রচেষ্টায় অর্জন কর ক্ষ্যতি
সুখ দুঃখ হাসি কান্না আছে যত অনুভুতি
আপনে খুজে না পেলে জীবনের দুর্গতি
ভাল মন্দ উপার্জনে করছে সাধন ক্ষতি
মানুষ বুঝেনা কেবল আপন অনুভুতি