✌বাবার সম্মান ✌
তোফায়েল আহমেদ টুটুল


পুরুষকে জগতে বিধি, দিয়েছে সম্মান,
সন্তান জন্ম দিয়ে "বাবা "হয়েছে মহান।
পৃথিবীর বুকে সৃষ্টি, যত আদম ইনসান,
সৃজনে স্রষ্টা, পরে থাকে বাবার অবদান।
মহৎ হৃদয়, শুধু চায় সন্তানের কল্যান,
উৎসর্গ করে জীবন, বাঁচিয়ে রাখে প্রাণ।
আপন পরিচয়ে বাবা, করল জীবন দান,
কোনদিন, সন্তানের নিকট চায়না প্রতিদান।


নিস্পাপ প্রান ধ্বংস করে, দেখেছি চেয়ে,
"বাবা" ব্যতীত মা, কলঙ্কিত সমাজের ভয়ে।
কত শিশু ঘুরছে পথে, নাজায়েজ হয়ে,
সম্মানে মাথা উঁচু, বাঁচি বাবার পরিচয়ে।
বিপদে আগলে রাখলো বুক পেতে দিয়ে,
কত স্বপ্ন বাবার চোখে, সন্তানদের নিয়ে।
হাড়ভাঙ্গা পরিশ্রম করে, ঘাম জড়ায় গায়ে,
সন্তানের মুখে খাবার দিল, নিজে না খেয়ে।


আঙ্গুলে হাত ধরে, চড়ে পিঠে, কোলে,
হাটি হাটি, পায়ে পায়ে, বড় হল ছেলে।
সুশিক্ষায় মানুষ করবে, পাঠায় স্কুলে,
বই পুস্তুক যত ব্যয়, যত্নে রাখে তোলে।
নিঃস্বার্থে দিচ্ছে যোগান, অভাব হলে,
বুক তার ফেটে যায়, সন্তান কষ্ট পেলে।
অবহেলায় জীবন কাটে, তিনি বৃদ্ধ হলে,
সন্তান মোরা অকৃতজ্ঞ, বাবাকে ভুলে।


মহান ব্যক্তি ভবে, আর আছে কেবা,
মর্যাদার শীর্ষ আসন, শুধুই পায় "বাবা"।
ওরে পাপী, গুনাহগার, করলিনা সেবা,
মনে রাখিস, দুনিয়াতে বাবা বড় কাবা।
বেঁচে থাকতে সদ্ব্যবহার, করিবে সেবা,
সুসন্তান হয়ে, বাবার খোজ খবর নিবা।
ভাল হোক মন্দ হোক, বাবা আমার বাবা,
পৃথিবীতে "বাবার "মত, আর আছে কেবা।