💍শুভ বিবাহ💍
তোফায়েল আহমেদ টুটুল


কালেমার মন্ত্রে, বেঁধেছে দুজনার মন,
পরোয়ার সাজিয়েছে ভালবাসার ভূবন।
নারী ও পুরুষের একত্রে, মধুর জীবন,
পৃথিবীর বুকে, পবিত্র সম্পর্ক বিবাহ বন্ধন।
অজানা, অচেনা দুজন হয় কত আপন!
সুখ দুঃখ অংশিদার, সাথি জীবন মরণ।


আনন্দের বাজিছে সানাই গানে, গানে,
সম্পর্কের নতুন জুটি, বর আর কনে।
নারী ও পুরুষ যত রয়েছে ভূবনে,
এক মন এক প্রাণ বিবাহ বন্ধনে।
হাসি খুশির ঝড় তুলে সবার প্রানে,
স্বামী স্ত্রী পরিচয় হল মহা মিলনে।


বাবা, মা, ভাই, বোন, আত্নীয় ছেড়ে
একটি মেয়ে যায়, স্বামীর হাত ধরে।
আদরিনী সোহাগিনি স্বামীর ঘরে,
ভালবাসায় সংসার রেখেছে ঘিরে।
বিশ্বাসের সুতায় বাঁধে শক্ত করে,
এ বাঁধন, মরণেও যায় না যে ছিড়ে।


ছোট থেকে মেয়েকে, খুব যতনে,
পিতা মাতা বড় করে লালনে পালনে।
সমাজে রেখেছে তাকে, কত সন্মানে!
বিয়ে দেয়, ভাল দেখে ছেলের সনে।
সুখে যদি থাকে মেয়ে স্বামীর সনে,
বাবা মায়ের আনন্দ দেখ মনে প্রাণে।


ছেলেদের বাবা মা ভাবে কত কাল?
বউটা আসবে ঘরে টুকটুকে লাল।
মহা ধুমধাম করে বিয়ে দিবে ছেলে,
কপালে যদি একটা লক্ষী বউ মিলে।
সুখের প্রদীপ দিবে, আধার ঘরে জ্বেলে,
হাসি আনণ্দে থাকে, নাতি নাতনী কোলে।


কত জনে কত আশা বিয়ে নিয়ে থাকে,
বর আর কনে শুধু, ভাবে দুজনাকে।
মহাসুখি হবে বর বধু নিয়ে বুকে,
কনে রবে স্বামীর ঘরে, সারাজীবন সুখে।
জীবন, যতদিন দুজনার থাকে,
ভালবেসে চিরকাল বুকেতে রাখে।


অধিকার কর্তব্য যত ভাগাভাগি করে,
নতুন জীবনে তারা পদার্পন করে।
পরিশ্রম করে স্বামী আয় রোজগারে,
নারী সাজিয়ে সুন্দর সংসার গড়ে।
মানুষের বংশ বিস্তার দুনিয়ার তরে,
সন্তান পরিচয় নিয়ে মাথা উচু করে।


বিশ্বাসের জন্ম হল, নব বিবাহ,
দুর করে মন থেকে সকল সন্দেহ।
পরম প্রণয়ের দোলা, দিয়ে দুটি দেহ,
দুটি মনের সম্মতি কবুল, স্বাক্ষী সহ।
আছে যত সম্পর্ক, বড় কিছু নহে,
স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, শুভ বিবাহে।