🐓মন পাখি🐓
তোফায়েল আহমেদ টুটুল


বুকের খাঁচায় বাস করে অচেনা এক মন পাখি,
তাবিজ, কবজ, নাইকো কোন, কেমনে বেঁধে রাখি?
আপন মতে চলে ফিরে, দেখে নাই আমার আঁখি,
উদাসি পাগল বানাইয়া রাখে, দিবা নিশি সেই পাখি।
বুলবুলি, তোতা, ময়না, টিয়া কত মধুর নামে ডাকি,
কোন দোষে? চিরতরে চলে যায় সে দিয়া ফাকি।


পাখিটা হাসে খেলে অন্তরালে, করে সুনিপুন,
নিজের অভাব নিজের মত, করেছে পুরণ।
ধমে ধমে ডেকে আমায়, সে করে মতিভ্রমণ,
বুকের ভিতর জ্বালিয়ে রাখে, শংকার আগুন।
স্বভাবমত বুঝে শুনে, ব্যথা দেয় শুধু অকারণ,
তবুও, মনের খাঁচায় বেঁধে রাখে ভোলা মন।


কি সুন্দর মন পাখি! আমায় নিয়া খেলা করে,
মধুর মধুর কত ভাল! লুকায়িত তার অন্তরে।
পালালে সর্বনাশ করে, কোথায় পাব তালাশ করে,
কখনো ভাবিনি মনে, এখন কাদি হা হুতাশ করে।
খাঁচা ভেঙ্গে পালানো পাখি, আসেনা কভু ফিরে,
হৃদয়টাকে শূন্য করে, কোন বনে সে যায় উড়ে।