💘তোমার প্রতীক্ষা💘
তোফায়েল আহমেদ টুটুল


পথ চেয়ে বসে আছি, তোমার প্রতীক্ষার,
পুরানো স্মৃতিগুলো, মনে করে বার বার।
এসোনা, ফিরে তুমি জীবনে আবার,
অভিমান মনে যত, অনুসোচনার,
ভুলে গিয়ে, ক্ষমা করে শুধু একবার,
প্রেম কেন হারাবে? তোমার আমার।
পলাঁশের বুকে আজো আসে ফাগুন,
রাতের বুকে চাঁদ ঢালে জোছোনা,
পায়ে পয়ে, চুপি চুপি উরিয়ে আঁচল,
এই রাতে, সেই তুমি, কেন আসো না?


জোনারিরা দ্বীপ জ্বেলে পরিদের সাথে,
কলিদের সাথে, জড়িয়ে আঁচল পেতে।
শিউলি, বকুল তলায় মালা গেঁথে ফুলে,
পড়িয়ে দিতে শুধু আমারি গলে।
সুখের সেই দিন গুলি, খুব মনে পড়ে,
ভুলে কি গেছ তুমি? বিরহের সুরে।
আজোও প্রতীক্ষায়, তোমার দুয়ারে,
খুজে ফিরি, স্মুতিগুলো প্রহরে প্রহরে।
ভুল বুঝে কখনো, থেকনা দুরে সরে,
মনে রেখ, ভালবাসা যুগ যুগ ধরে।