কবিতাটা লেখা ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি এবং সবাইকে পড়ার জন্য বিনীত অনুরোধ রইল।
       তোফায়েল টুটুল


♠♦♠আল্লাহর আহব্বান♠♦♠
তোফায়েল আহমেদ টুটুল


জগত জুড়িয়া এক জাতি আছে,
সে জাতির নাম মানুষ জাতি।
সৃষ্টি করিয়া প্রভু, ঘোষনা করেন,
সে জাতি আমার প্রিয় অতি।
সকল সৃস্টির শ্রেষ্ট, দিয়ে মর্যাদা,
ফেরেস্তাদের দিয়ে করিয়ে সেজদা।
শুন বলি, সকল জ্বীন ফেরেস্তারা,
"ইনসান" সকল সৃষ্টির মাঝে সেরা।
প্রতিনিধি আমার করিব দান,
আমি আল্লাহ অতি মহান।।


বলে প্রভু, পাঠালাম তোমায়,
ভুলিওনা তুমি, ডাকিতে আমায়।
তোমাকে দিয়াছি সুন্দর জীবন,
ভুলিবেনা কভু, হইবে মরন।
দুনিয়ার যা কিছু তোমার কর্ম,
মনেতে রাখিও, আখেরাতের মর্ম।
কোনদিন ভেবনা তুমি স্বাধীন,
আসমানী কিতাব করিবে অধীন।
দেখাতে তোমায় সঠিক পথ,
পাঠিয়েছি কত নবী হযরত।।।


কত ভালবাসি! জান কি তুমি?
ডাকনি কভু, তবুও ভুলিনি আমি।
মাতৃগর্ভে তোমায়, করিয়া সৃজন,
বড় যতনেই করিয়াছি পালন।
ভূমিষ্ট হয়ে তুমি দুনিয়ার বুকে,
ভাবছ, তুমি বুঝি আছ মহাসুখে।
বাবার আদর আর মায়ের স্নেহ,
করনি স্বরন, আমি তোমার কেহ।
কাটিতেছে দিন, দুনিয়ার ভিতর,
সবকিছুই আপন, শুধু আমি পর।।


নদী ভরা জল, গাছে ভরা ফল,
মাঠ ভরা যত, ফলিছে ফসল।
পৃথিবীর সবকিছু করেছি সৃজন,
শুধুমাত্র উপকার, তোমার কারণ।
দিনের আকাশে সূর্যের কিরন,
আলোকিত করে দিতেছে ভুবন।
রাতের আধারে চাঁদের আলো,
দিতেছি তোমায় বাসিয়া ভালো।
পৃথিবীর যাকিছুতে জুড়ালে প্রান,
মনে রেখ, সবকিছু আমারি দান।।


হাতে পায়ে কত! দিয়াছি শক্তি,
করিতে শুধু আমাকেই ভক্তি।
দেখিতে দিয়েছি দৃষ্টি শক্তি,
সন্ধান করিয়া পাইতে মুক্তি।
বলিবে মুখে, শুনিবে কানে,
সুখ, দুঃখ সকল ব্যথিত প্রানে।
কি আছে তোমার?বলবে আমার,
শ্বাস কতক্ষন? থাকবে তোমার।
করিতে বাহাদুরি বল কি আছে?
একদিন ফিরবে আমারি কাছে।


এখনো তোমাকে করি সাবধান,
ভাল হবার পথে করে আহবান।
ভুলের নেশায় তুমি ডুবেছ পাপে,
আমি শুধু, বসে আছি অপেক্ষাতে।
কখন চাইবে ক্ষমা, তুলবে দুহাত,
আমারি গুনগান, করে মোনাজাত।
মর্যাদার উঁচুতে দিয়েছি স্হান,
আমি যে অসীম, রহিম, রহমান।
একবার বল শুধু, হে! আল্লাহ,
ক্ষমা করিব তোমার সকল গুনাহ।।


হায়রে মানুষ, তবুও রইলি বেহুস,
রং তামাশার পড়িয়া মুখোশ।
দয়াময় প্রভু, বড়ই মেহেরবান,
পাঠিয়েছি ভূবনে, করে ইনসান।
এজীবনে যত তুমি, করেছ গুনাহ,
একবার তুমি শুধু, চাইলে ক্ষমা।
দোযখের আযাব থেকে করে উদ্ধার,
জান্নাত তোমাকে দিব উপহার।
সৃষ্টি করেছি তোমায়, শ্রেষ্ট করে,
প্রানভরে দেখবে রোজ হাশরে।।


নিরাকারে আছি বলে করনা হেলা,
একদিন ভাঙ্গবে সকল সুখের মেলা।
যতই তুমি, চলিতেছ ফুর্তি করে,
সবকিছুর হিসাব, দিতে হবে কবরে।
দিয়াছি ষোল আনা মুলধন, পুজি,
জ্যান, বুদ্ধি, বিবেকে নাওনি খুজি।
ভাল, মন্দ নাবুঝে দুনিয়ার ভিতর,
ভেদাভেদ রাখলেনা পাপ, পূর্ণ্যের।
অট্টালিকায় ঘর বেধেছ কত সুখের?
হালাল নাকি হারাম? উপার্জনের।।


আপন যাদের ভেবেছিলে সব করে পর,
খালি হাতেই আসলা! অন্ধকার কবর।
আমলনামায় সব পাপের ভান্ডার,
কি করিবে তখন? ফেরেস্তা আর।
জীবন তোমার হিসাব করে,
সবকিছুই দেখবে শূণ্য ওরে।
এখনোতো, অনেক সময় আছে,
ক্ষমা চাইতে মাওলার কাছে।
বলে, রাহমাতাল্লিম আলামিন
সব গুনাহগার, হয়ে যাও মুমিন।।