💘ভালবাসার বর্ণনা💘
তোফায়েল আহমেদ টটুল


ভালবাসা এমন প্রসস্ত ,নাই কোন তার দৈর্ঘ্য প্রস্থ,
ভাবের মাঝে হয় সৃষ্ঠ, মনের মাঝে রয় অস্তিত্ব।
ভালবাসা এমন বস্তু ,হয়না তাহার উঁচু নিচু,
গভীর থেকে গভীর কিছু, মন ছুটে তার পিছু পিছু।
হৃদয় মাঝে আদান প্রদান, দুটি দেহের নাই ব্যবধান,
আশেক মাশেকের টান, নিজে নিজে হয় কুরবান।


ভালবাসা হয় অন্ধ ,বুঝেনা সে ভাল মন্দ,
ধনী গরীব উচু নীচু ,নাই জাত ধর্মের গন্ধ।
ভালবেসে জয়ের নেশায়, মৃত্যু করে আলিঙ্গন,
স্বার্থক ভালবাসায়, জনম জনম বাঁচতে চায় মন।
ভালবাসার এমন পিপাসা, মিটেনা কভু তৃষ্ণা,
সুখের প্লাবনে ভাসায়, দুটি হৃদয়ের সীমানা।


ভালবাসার সাধ অতি মিষ্ট, গ্রহনে জীবন হয় তুষ্ট,
ভালবাসা হলে কষ্ট, মানব জীবন হয় শুধুই নষ্ট।
ভালবাসা হয় সীমাহীন, মিটেনা তার সাধ কোনদিন,
ভালবাসা স্বপ্নের ভূবন, সাজিয়ে করে জীবন রঙ্গিন।
ভালবাসার আকার আকৃতি ,মনের মাঝে ছায়া মুর্তি,
পাওয়া না পাওয়া ভুলেনা মন ,সারাজীবন রয় স্মৃতি।