@ ভাষার দিবস @
তোফায়েল আহমেদ টুটুল


বাংলা চাই , বাংলা চাই ,
রাষ্ট্রভাষা বাংলা চাই ৷
মায়ের মুখের, ভাইয়ের বুকের ,
বাবার চোখের ,বোনের সুখের ,
সবার মাঝে সুখে দুঃখের ,
মুখের ভাষা , প্রানের ভাষা ,
বাংলা চাই , বাংলা চাই ৷
রাষ্ট্রভাষা বাংলা চাই।


পূর্ব পশ্চিম বিভক্ত, দুই পাকিস্তান,
আটকে দিতে চায়, মুখের জবান,
বায়ান্নর, ফেব্রুয়ারীর আহব্বান।
"মাতৃভাষা"বিধাতার দান।
মায়ের শিখানো বুলি,
কি করে যাব ভুলি?
যে ভাষায় জুড়ালো মোদের প্রান,
জীবনের জয়ধ্বনি গান,
তীব্র প্রতিবাদে বলি, বাংলা চাই,
রাষ্ট্র ভাষা বাংলা চাই।


সালাম বরকত রফিক জব্বার,
ভাষা শহীদ এই বাংলার ৷
মনে প্রানে জুড়ে ছিল
বাংলা ভাষা হোক মর্যাদার ৷
বুকের তাজা রক্ত দিয়ে
জয় এনেছে শহীদ হয়ে ৷
বলতে গিয়ে বাংলা চাই ,
রাষ্ট্র ভাষা বাংলা চাই ৷


আজকে এই মহান দিনে ,
আমরা তাদের করব মনে।
মহান একুশের ফেব্রুয়ারী ,
আমরা কি কভু ভুলতে পারি ?
শহীদমিনারে ফুল দানে ,
বাংলা চাই শ্লোগানে ,
সবাই মোরা করব স্বরন
বাংলা ভাষা হোক আমরন ৷
বাংলা চাই , বাংলা চাই,
রাষ্ট্রভাষা বাংলা চাই ৷