💘 প্রেমের প্রস্তাব 💘
তোফায়েল আহমেদ টুটুল


কি করে বলব আমি? তোমায় ভালবাসি,
কেন আমি বার বার তোমার কাছে আসি।
সিঁধেল চোরে মনের ঘরে সিঁধ কেটেছে হাসি
যুগে যুগে তুমি আমার গলায় পরব ফাঁসি।
তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি
হৃদয়পুরে সুরে সুরে বাজায় প্রেমের বাঁশি।
দেহটাকে অবশ করে অন্তরে থাক বসি
ভাবনার অতলে ভাবায় কেন দিবা নিশি।


মনের মাঝে ধুক ধুক, ভয়ে ভয়ে কাঁপে বুক
ভালবাসি তাকে, দেখব হাসি তাতে সুখ।
ইচ্ছেটা কি তার? অপলক দেখে চোখ,
সাহস পাইনি বলে, হয়েছে প্রেমের অসুখ।
এগিয়ে গিয়ে পিছিয়ে আসি, হয়ে লাজুক,
বলতে গিয়ে থমকে দাড়াই, চুপ রয় মুখ।
হয়নি বলা কোন কথা, আবার সে আসুক,
মনে মনে চাই যে বিধি, আমায় ভাল বাসুক।


প্রস্তাব দিব এবার, ভাবছি সাহস করে,
হাবু ডুবু জল খাব, দুজন প্রেমের সাগরে।
এখনো বলনি, ভালবাসার অনুভুতি তারে,
তবুও, দুজনের সম্পর্কটা যুগ যুগ ধরে।
পস্তাবে হয়না প্রেম, দিলে ঘটা করে,
বিশ্বাসে হয় আদান প্রদান হৃদয়ের নীড়ে।
কখন? কিভাবে হয় প্রেম? কে বলতে পারে?
অমর হয় প্রেম কাহিনী, অন্তরে অন্তরে।