💜 প্রথম প্রেম 💜
তোফায়েল আহমেদ টুটুল


চলার পথে নিত্য দিন কত জনকে দেখি,
পাশের বাড়ির ঐ মেয়েটা,
মনের মাঝে, হঠাৎ দিল উঁকি।
কেন বসে ভাবছি তাকে?
হৃদয় ঘুরে ঘুর্ণিপাকে,
চোখ বুঝিলে তাকে শুধু দেখি।
ঈশ্বর, আল্লাহ, বিধাতা জানে,
হঠাৎ কেন এমন হল?
কি তার মানে?
ভেবেতো পাইনা, কি হল আমার?
কোন কিছু ভাল লাগেনা,
মন ছুটে তার টানে।


ভালবাসার পথিক তুমি, চলতে চলতে পথে,
হেটে হেটে আসবে কখন?
হৃদয় আঙ্গিনাতে।
আলতা রাঙ্গা কোমল পায়ে রেশমি চুঁড়ি হাতে,
মেয়েটা যে দিবা নিশি,
ভাবনাতে থাকে।
কানে শুধু শব্দ হয় তার পদধ্বনি,
বুক পেতে দেই যতন করে
পা ফেলে যখনি।
পদচিহ্ন গুলো তার আকি হৃদয়ে
ভালবাসার স্মৃতি করে
রাখিব ধরে।


দিনে দিনে দিনগুলো কেটে যায় ঠিক
পাইনা খুজে আমি দিক বিদিক
জানিনা কি করা উতিত,
কোন সে ভাবনায় মজে থাকি সারাক্ষন
উতলা হয়ে রয়েছে মন
শুধৃ ঐ মেযেটা কারণ।
প্রেম কি এসেছে হৃদয়ে নিরবে তখন
না ঘটেছে যৌবনের আগমন
হৃদয়ে ঘটে রক্তক্ষরন।
পাগল এই মনটা শুধুই ভালবাসে
কিছুই সে বুঝেনা
চায় শুধু কাছে।


প্রথম প্রেমের আগমন টের পায়না অনেকে
হৃদয়ে সারা জীবন যত্নে রাখে
ভুলেনা কখনো তাকে।
প্রথম প্রেম কারো কারো পায়না প্রকাশ
ভাবনার চোরাবালি করে দেয় বিনাশ
বালিকার প্রথম প্রেম সর্বনাশ।
অবুঝ মন বুঝ মানেনা কলন্কের হার
বুকে বিধে প্রেম শেল
কলিজা অঙ্গার।
পিরিতের নাই বই পুস্তুক বেদ বিধান
ভালবাসা পৃথিবীতে একমাত্র
বিধাতার দান।