💀জাগ্রত বিবেক💀
তোফায়েল আহমেদ টুটুল


হঠাৎ করে চলার পথে, দেখছি কটা ছেলে,
পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে যাচ্ছে তুলে,
চুপচাপ নিজের মত, গেলাম আমি চলে,
খুন হয়েছে সেই মেয়েটা ধর্ষিতার কবলে।
চৌধুরি বাড়ির ছেলেটাকে করল অপহরন,
নিরব হয়ে চেয়ে চেয়ে, দেখলাম আমি তখন,
শুনলাম আমি, করছে নাকি দাবী মুক্তিপন,
তিরস্কার করে বলছি শুধু, কি করে প্রশাসন?
"সন্ধান চাই "পত্রিকাতে, চ্যানেলে বিজ্ঞ্যাপন,
সেই ছেলেটার লাশ উদ্ধার, হয়েছে সে খুন।


একদিন ফুটপাতে, দেখলাম এক পথচারী,
তাকে পিছন থেকে ধাক্কা, দিল একটা গাড়ি,
এক্সিডেন্টে পড়ে আছে, দেখছে জনগন,
ভাবছে সবাই এক্সিভিশন, কাঁদেনা কারো মন।
যদিও, ধরে কেউ তাকে নিল হাসপাতালে,
ডাক্তার নার্সের অবহেলা, এক্সিডেন্টের বলে,
ইমারজেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী,
চিকিৎসার বিলম্বে হল ডেড বডির ভাগি।
এমনি কত জীবন পাড়ি, দিল গরীব দুঃখী,
বিবেক কারো বলবে কি? মানুষ জগতে সুখি!


পিতৃসম্পদ, ভাগ হইবে ভাই বোনের মাঝে,
মোড়লের সালীশে দেখ দন্ধ আরো বাজে।
মিমাংসা হয়নি বলে গেলাম চলে র্কোটে,
দেখলাম সেখানে শুধু, কথা বলে সব নোটে,
বড় নোটে বলবে কথা, ছোট নোট হলে কম,
উকিল, মুক্তার, মক্কেলকে ছাড়তে দেয়না ধম।
কি আজব বিবেক আমার! যেকোন উপায়ে,
সম্পদের ভাগ বেশি আমার, ক্ষমতা দেখিয়ে।
পড়েছি শুনেছি কত দেখেছি কেবল চেয়ে,
খুন করিল নিজ হাতে, ভাইকে আপন ভাইয়ে।


লিখবো, চোখের সামনে ঘটছে যে অন্যায়,
যৌতুকের জন্য স্বামী বউকে রোজ পিটায়।
নারী শিশু নির্যাতীত, প্রকাশ্যে এসিড দহন,
মানুষ কেন, বিবেকের তাড়ায় হয়না প্রহশন?
অশালীন ছাত্র সমাজ, দেশের শিক্ষাঙ্গন,
শিক্ষক মন্ডলির বিবেক, তবু হয়না দংশন।
বিবেক থাকতে মানুষ আজ বড় জগন্য,
চলায় বলায় কর্মে কান্ডে ভিতরে অরণ্য।
মানুষের ভিতরে জানি, বিবেক থাকে জাগ্রত,
আপন কর্মে ঠিকঠাক, মানুষের বেলায় ঘুমন্ত।